Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4875
১.সার্ক এর বর্তমান চেয়ারপার্সন কে?
-কে পি শর্মা অলি।
২.২০০৪ সালে প্রথম সার্ক পদক লাভ করেন কে?
-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
৩.SAFTA এর পূর্ণরূপ কী?
-South Asian Free Trade Area.
৪.সাফটা কার্যকর হয় কবে?
-১ জানুয়ারি ২০০৬ সালে।
৫.SAPTA কার্যকর হয় কবে?
-৭ ডিসেম্বর ১৯৯৫ সালে।

সার্কের বিশেষায়িত সংস্থা
সার্ক উন্নয়ন তহবিল
১.SDF এর পূর্ণরূপ কী?
-SAARC Development Fund.
২. SDF গঠিত হয় কবে?
-নভেম্বর ২০০৫।
৩. SDF এর সদর দপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়?
-এপ্রিল ২০১০।
৪. SDF এর সদর দপ্তর কোথায় প্রতিষ্ঠিত হয়?
-থিম্পু, ভুটান।

সার্ক সালিশি কাউন্সিল
১.সার্ক সালিশি কাউন্সিল প্রতিষ্ঠা সংক্রান্ত চুক্তি হয় কবে?
-১৩ নভেম্বর ২০০৫ সালে।
২.সার্ক সালিশি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
-ঢাকা, বাংলাদেশ।
৩.SARCO এর পূর্ণরূপ কী?
-SAARC Arbitration Council.
৪. SARCO প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি কার্যকর হয় কবে?
-২ জুলাই ২০০৭ সালে।
৫. SARCO আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে?
-৭ জানুয়ারি ২০০৯ সালে।
৬. SARCO এর সদর দপ্তর কোথায়?
-ইসলামাবাদ, পাকিস্তান।

সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়
১.সার্ক দেশসমূহের বিশ্ববিদ্যালয়ের নাম কী?
-সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়।
২.সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হয় কবে?
-২৬ আগস্ট ২০১০ সালে।
৩.কে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেন?
-ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
৪.কত সলে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়?
-২০০৫ সালে।
৫.সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের কোথায় অবস্থিত?
-নয়াদিল্লি, ভারত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]