Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4854
নিকারাগুয়া
১.নিকারাগুয়া ‘কন্ট্রা’ বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট বিদ্রোহী?
-যুক্তরাষ্ট্রের।
২.কোন রাজবংশ দীর্ঘকাল নিকারাগুয়া শাসন করে?
-সামোজা রাজবংশ।
৩.জাতিসংঘের তত্ত্বাবধানে নিকারাগুয়ার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
-১৯৯০ সালে।
৪.জাতিসংঘের পর্যবেক্ষকদের কাছে কত হাজার ‘কন্ট্রা’ বিদ্রোহী আত্মসমর্পণ করে?
-প্রায় ২২ হাজার।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস
১.কয়টি প্রধান অঞ্চল নিয়ে সেন্ট কিটস নেভিস গঠিত হয়?
-২টি।
২.সেন্ট কিটস এর অপর নাম কী?
-সেন্ট ক্রিস্টোফার দ্বীপ।
৩.সেন্ট কিটস ও নেভিস থেকে নেভিস এর প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয় কত সালে?
-১৯৯৮ সালে

সেন্ট লুসিয়া
১.সেন্ট লুসিয়া ক্যারিবিয়ানভুক্ত কোন অঞ্চলে অবস্থিত?
-উইল্ডওয়ার্ড অঞ্চলে।
২.সেন্ট লুসিয়া দ্বীপটি কিভাবে গঠিত হয়?
-আগ্নেয়গিরির অগ্ন্যৎপাতের মাধ্যমে।
৩.দেশটির প্রধান দুটি রাজনৈতিক দলের নাম কী?
-ইউনাইটেড ওয়ার্কার্স পার্টি ও সেন্ট লুসিয়া লেবার পার্টি।
৪.সেন্ট লুসিয়া কবে ফ্রান্সের দখল থেকে ব্রিটেনের উপনিবেশে পরিণত হয়?
-১৮১৪ সালে।
৫.সেন্ট লুসিয়ার প্রতীকী রাষ্ট্রপ্রধান কে?
-ব্রিটেনের রানি।

মার্কিন যুক্তরাষ্ট্র
১.প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায়?
-ইইকোসুক।
২.কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কত সালে?
-১৪৯২ সালে।
৩.আমেরিকার স্বাধীনতার সংগ্রামের নায়ক কে?
-জর্জ ওয়াশিংটন।
৪.মার্কিণ যুক্তরাষ্ট্রের মহিলারা কবে ভোটাধিকার লাভ করে?
-১৯২০ সালে।
৫.মার্কিন সিনেটে ধর্মীয় স্বাধীনতা বিল কবে পাস হয়?
-৯ অক্টোবর ১৯৯৮ সালে।
৬.বিশ্বের বৃহত্তম চলচিত্র প্রেক্ষাপট রক্সি যুক্তরাষ্ট্রের কোন শহরে অবস্থিত?
-নিউইয়র্ক।
৭.বিশ্বের বৃহত্তম পার্কের নাম কী?
-ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক।
৮.ডেমোক্র্যাটিক প্রার্টির প্রতীক কী?
-গাধা।
৯.রিপাবলিকার পার্টির প্রতীক কী?
-হাতি।
১০.যুক্তরাষ্ট্রের ভোটিং সিস্টেম এর উদ্ভাবক কে?
-উইলিয়াম রওভেবল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]