Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4753
১.জাতিসংঘ আদিবাসী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষনা করা হয়?
-১৯৯৩ সাল
২.আইএসসি বলতে কি বোঝায়?
-ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন
৩.জাতিসংঘের প্রথম মহাসচিব নিযুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত কে অস্থায়ী মহাসচিবের দায়িত্ব পালন করেন?
-লর্ড গ্লাডউইন
৪.বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিল?
-৪১ তম
৫.ফারাক্কা সমস্যা প্রথম আন্তর্জাতিকভাবে জাতিসংঘে উত্থাপন করা হয় কত সালে?
-১৯৭৬ সালে
৬.দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
-জোহানেসবার্গে
৭.জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা কতটি?
-২টি
৮.ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন সংস্থা?
-আইএমএফ
৯.সর্বশেষ জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেছে কোন দেশটি?
-দক্ষিন সুদান
১০.নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
-ষষ্ঠ
১১.চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
-বেইজিংয়ে
১২.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কততম সিদ্ধান্ত অনুযায়ী ইরাকে অন্ত্র পরিদর্শকের পাঠানো হয়েছিল?
-১৪৪১
১৩.১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
-সানফ্রান্সিসকো
১৪.ইউকিয়া আমানো কোন সংস্থার প্রধান ছিলেন?
-IAEA
১৫.আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকগণের মেয়াদ কত বছর?
-৯ বছর
১৬.জাতিসংঘের কত নম্বর প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র ভেঙে ইসরাইল গঠিত হয়েছিল?
-৮১ নং
১৭.১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রটারি জেনারেল কে ছিলেন?
-উ থান্ট
১৮.আন্তর্জাতিক আনবিক শক্তি এজেন্সির সদর দপ্তর কোথায়?
-ভিয়েনায়
১৯.বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণদাতা সংস্থা কোনটি?
-আইডিএ
২০.জাতিসংঘ নামকরণ করেন কে?
-রুজভেল্ট
২১.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ক্ষমতাসম্পন্ন দেশের সংখ্যা –
-৫
২২.আন্তর্জাতিক অর্থ তহবিল কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৪৪ সালে
২৩.ভেটো ক্ষমতা কি?
-যে ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠের রায়ও কার্যকর হয় না
২৪.জাতিসংঘের সনদ স্বাক্ষর সম্মেলন উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
-পোল্যান্ড
২৫.আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?
-দি হেগ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]