Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4740
আলজেরিয়া
১.আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময়কাল কত?
-১ নভেম্বর ১৯৫৪ -১৯ মার্চ ১৯৬২।
২.প্রথম প্রেসিডেন্ট কে?
-আহমদ বেনবেল্লাহ।
৩.প্রথম প্রধানমন্ত্রী কে?
-মোহাম্মদ বেদ আহমেদ।
৪.দেশটির স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দলের নাম কী?
-ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট।
৫.সামরিক অভ্যত্থান ঘটে কবে?
-৩ জুলাই ১৯৬২ সালে।
৬.গৃহযুদ্ধ সংগঠিত হয় কবে?
-১৯৯২-২০০২ সালে।
৭.কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-ব্যাংক অব আলজেরিয়া।
৮.জাতীয় বিমান সংস্থার নাম কী?
-রিপাবলিক অব দাহোমী।
৯.আহমেদ বেনবেল্লা কোন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন?
-আলজেরিয়া।

বেনিন
১.বেনিনের স্বাধীনতাকালীন রাষ্ট্রীয় নাম কী?
-রিপাবলিক অব দাহোমী।
২.বেনিনের রাষ্ট্রীয় নাম কোন সময়কাল পর্যন্ত পিপল’স রিপাবলিক অব বেনিন ছিল?
-৩০ নভেম্বর ১৯৭৫-১ মার্চ ১৯৯০।
৩.কখন থেকে দেশটির রাষ্ট্রীয় নাম হয় রিপাবলিক অব বেনিন?
-১ মার্চ ১৯৯০।
৪.বেনিনে বিমান দূর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর কতজন সদস্য মারা যান?
-১৫ জন।
৫.দেশটির প্রথম প্রেসিডেন্ট কে?
-হুবার্ট মাগা।
৬.দেশটির প্রথম প্রধানমন্ত্রী কে?
-হুবার্ট মাগা।
৭.জাতীয় বিমান সংস্থার নাম কী?
-Benin Golf Air.
৮.সংবাদ সংস্থার নাম কী?
-এজেন্সি বেনিন প্রেস।
৯.সামরিক অভ্যুত্থান ঘটে কবে?
-২৮ অক্টোবর ১৯৬৩ সালে।
১০.কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকার স্টেটস।
১১.উল্লেখযোগ্য নৃতাত্ত্বিকগোষ্ঠী কী কী?
-ফন, অ্যাডজাস, বারিবা, অট্টামারি, ডেনডি ইত্যাদি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    504 Views
    by masum
    0 Replies 
    146 Views
    by shanta
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]