Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4723
১.জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিগভেলি কোন দেশের অধিবাসী?
-নরওয়ে
২.জাতিসংঘের সনদে প্রতিষ্ঠাকালীন স্বাক্ষরকারী সদস্য দেশ কতটি?
-৫১টি
৩.জাতিসংঘের সদস্য নয় –
-তাইওয়ান
৪.জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন?
-মিয়ানমার
৫.জাতিসংঘ গঠনের মুখ্য উদ্দেশ্য কী ছিল?
-যুদ্ধের অভিশাপ হতে বিশ্বকে রক্ষা করা
৬.জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সব প্রকারের বৈষ্যম্য বিলোপ সনদ কোন তারিখে গৃহীত হয়েছিল?
-১৯৭৯ সালে।
৭.জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
-২৪ অক্টোবর ১৯৪৫
৮.জাতিসংঘ সনদ কত সালে কার্যকর হয়?
-১৯৪৫ সালে
৯.জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলা ভাষার ভাষণ দেন?
-শেখ মুজিবুর রহমান
১০.মিগা কথন গঠিত হয়?
-১৯৮৮ সালে
১১.জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৩
১২.রিও-ডি জেনেরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলন এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
-১৭৯
১৩.যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে গৃহীত হয় –
-কোরীয় যুদ্ধ
১৪.জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
-ট্রিগভেলি
১৫.কোন মহাসচিব ভিয়েতনাম যুদ্ধ অবসানে মধ্যস্থতা করেন?
-কুর্ট ওয়াল্ডহেইম
১৬.জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন?
-দ্যাগ হ্যামারশোল্ড
১৭.ইরাক-কুয়েত শান্তি মিশনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নাম কি ছিল?
-ইউনিকোম
১৮.বর্তমানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোন দেশের নাগরিক?
-পর্তুগাল
১৯.জাতিসংঘের প্রথম কার্যকরী ভাষা কোন দুটি?
-ইংরেজি ও ফরাসি
২০.জাতিসংঘের মহাসচিবের ময়াদকাল কত বছরের?
-৫ বছর
২১.জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুবাই কোন দেশের নাগরিক?
-জ্যামাইকার
২২.নিউইয়র্কে অবস্থিত বর্তমান জাতিসংঘ ভবনটি কত তলা বিশিষ্ট?
-৩৯ তলা
২৩.সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?
-১০ সেপ্টেম্বর ২০০২ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    497 Views
    by masum
    0 Replies 
    144 Views
    by shanta
    0 Replies 
    210 Views
    by tamim
    0 Replies 
    177 Views
    by raja
    0 Replies 
    152 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]