Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4699
তিউনিশিয়া
১.আরব বসন্ত বলতে কি বোঝায়?
-আরবের বিভিন্ন দেশের গণজাগরণ।
২.আরব বসন্ত এর সূতিকাগার বা প্রথম শুরু হয় কোন দেশে?
-তিউনিশিয়া।
৩.তিউনিশিয়ায় জুঁই বিপ্লব ঘটে কবে?
-১৪ জানুয়ারি ২০১১ সালে।
৪.আরব বিশ্বের প্রথম নেতা হিসেবে কে গণঅভ্যুত্থান ক্ষমতাচ্যুত হন?
-জাইন এল আবেদিন বেন আলী।
৫.তিউনিশিয়ার ইসলামপন্থী দল আন নাহদা কে প্রতিষ্ঠা করেন?
-রশিদ আল ঘানুশি।
৬.আধুনিক তিউনিশিয়ার জনক কাকে বলা হয়?
-হাবিব বরগুইবা।
৭.স্বৈরশাসক বেন আলীর প্রেসিডেন্ট পদে থাকার সময়কাল কত?
-৭ নভেম্বর ১৯৮৭-১৪ ফেব্রুয়ারি ২০১১।
৮.তিউশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-সেন্ট্রাল ব্যাংক অব তিউনিশিয়া।
৯.তিউনিশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম কী?
-তিউনিশ এয়ার।

লিবিয়া
১.আফ্রিকা ও আরব বিশ্বের দীর্ঘ সময়ের শাসক কে?
-কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।
২.আফ্রিকার লৌহমানব মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করা হয় কবে?
-২০ অক্টোবর ২০১১।
৩.গ্রিন বুক গ্রন্থের লেখক কে?
-কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।
৪.শহীদী স্কয়ার কোথায় অবস্থিত?
-ত্রিপোলিম লিবিয়া।
৫.বাব আল আজিজিয়া কার বাসভবন ও প্রশাসনিক সদর দপ্তর ছিল?
-মুয়াম্মার আল গাদ্দাফি।
৬.বেনগাজি কোন দেশের দ্বিতীয় বৃহত্তম শহর?
-লিবিয়া।

মিশর
১.মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে কবে?
-২৩ জুলাই ১৯৫২ সালে।
২.মিশরের প্রথম ও শেষ রাজা কে কে?
-যথাক্রমে প্রথম ফুয়াদ ও প্রথম ফারুক।
৩.আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
-মিশর।
৪.মিশরের প্রথম প্রেসিডেন্ট কে?
-মোহাম্মদ নাগীব।
৫.বিশ্বে খেজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
-মিশর।
৬.আয়তনে ও জনসংখ্যায় আফ্রিকার বৃহাত্তম শহর কোনটি?
-কায়রো, মিশর।
৭.ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
-মিশর।
৮.মিশরের প্রথম গোয়েন্দা সংস্থার নাম কী?
-মুখবরাত।
৯.কোন দেশের নাগরিককে হত্যার দায়ে আট বাংলাদেশি শিরশ্ছেদ করা হয়?
-মিশর।
১০.আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত?
-মিশর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]