Page 1 of 1

আন্তর্জাতিক অর্থনৈতিক জোট সংক্রান্ত প্রশ্নোত্তর: পার্ট-০২

Posted: Sat Dec 05, 2020 10:10 am
by shanta
জি-৭৭
১.জি-৭৭ এর পূর্ণরূপ কী?
-Group of 77.
২.জি-৭৭ কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৫ জুন ১৯৬৪ সালে।
৩.জি-৭৭ গঠনের উদ্দেশ্য কী?
-তৃতীয় বিশ্বের তথা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা।
৪.বাংলাদেশ কোন মেয়াদে জি-৭৭ এর চেয়ারম্যান ছিল?
-১৯৮২-৮৩।
৫.জি-৭৭ এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৩৪।
৬.জি-৭৭ ত্যাগকারী দেশ কি কি?
-নিউজিল্যান্ড, মেক্সিকো, দ.কোরিয়া, পালাউ, মাল্টা, সাইপ্রাস ও রোমানিয়া।

এপেক
১.APEC এর পূর্ণরূপ কী?
-Asia-Pacific Economic Co-operation.
২. APEC প্রতিষ্ঠিত হয় কবে?
-৬ নভেম্বর ১৯৮৯ সালে।
৩. APEC এর উদ্যোক্তা কে?
-বব হক।
৪. APEC এর সদস্য সংখ্যা কতটি?
-২১টি।
৫. APEC এর সদর দপ্তর কোথায়?
-সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
৬. APEC এর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
-অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায়।
৭. APEC এর নির্বাহী পরিচালক কে?
-ড. রেবেক্কা ফাতিমা স্টা মারিয়া মালয়েশিয়া।
৮. APEC এর লক্ষ্য ও উদ্দেশ্য কী?
-সদস্য দেশগুলোর মধ্যে পারস্পারিক বাণিজ্যিক সুবিধা দিয়ে শুল্কমুক্ত বাণিজ্যের এক বিশাল এলাকা গড়ে তোলা।

অর্থনৈতিক সহযোগীতা ও উন্নয়ন সংস্থা
১.OECD এর পূর্ণরূপ কী?
-Organization for Economic Co-operation.
২. OECD কবে প্রতিষ্ঠিত হয়?
-৩০ সেপ্টেম্বর ১৯৬১।
৩. OECD এর সদর দপ্তর কোথায়?
-প্যারিস, ফ্রান্স।
৪. OECD এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-৩৭টি।
৫. OECD এর ৩৭ তম সদস্য দেশ কোনটি?
-কলম্বিয়া।