Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4663
স্পেন
রাজা-রানি
১.প্রথম রানি কে?
-অ্যান।
২.প্রথম রানি এলিজাবেথ ইংল্যান্ডের রানি হন কখন?
-১৭ নভেম্বর ১৫৫৮-২৪ মার্চ ১৬০৩ সালে।
৩.ইংল্যান্ডের কোন রানিকে চিরকুমারী অর্থাৎ ভার্জিন কুইন বলা হতো?
-রানি প্রথম এলিজাবেথ।
৪.যুক্তরাজ্যের কণিষ্ঠতম রাজা কে?
-ষষ্ঠ হেনরি।
৫.যুক্তরাজ্যের কোন রাজা সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য সিংহাসন হারান?
-অষ্টম এডওয়ার্ড।
৬.জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?
-প্রথম জর্জ।
৭.যুক্তরাজ্যের রানি কতটি দেশের সরকার প্রধান?
-১৬টি।

প্রধানমন্ত্রী
১.যুক্তরাজ্যের তথা বিশ্বের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
-রবার্ট ওয়ার্লপোল।
২.যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
-মার্গারেট থ্যাচার।
৩.বিশ্বের লৌহমানবী হিসেবে পরিচিত কে?
-মার্গারেট থ্যাচার।
৪.চার মেয়াদে দায়িত্ব পালনকারী একমাত্র প্রধানমন্ত্রীর নাম কী?
-উইলিয়াম গ্লাডস্টোন।

স্কটল্যান্ড
১.রাজধানীর নাম কী?
-এডিনবার্গ।
২.স্কটল্যান্ড কবে যুক্তরাজ্যের সাথে অন্তর্ভুক্ত হয়?
-১ মে ১৭০৭ সালে।
৩.স্কটিশ পার্লামেন্ট গঠিত হয় কবে?
-১৯৯৮ সালে।
৪.স্কটিশ ন্যাশনাল পার্টি গঠিত হয় কবে?
-১৯৩৪ সালে।
৫.স্কটল্যান্ডের স্বাধীনতাপন্থী দল কোনটি?
-স্কটিশ ন্যাশনাল পার্টি।
৬.স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে গণভোট হয় কবে?
-১৮ সেপ্টেম্বর ২০১৪ সালে।

ভ্যাটিকান সিটি
১.স্বাধীনতা লাভ করে কবে?
-১১ ফেব্রুয়ারি ১৯২৯।
২.জাতিসংঘ অসদস্য পর্যবেক্ষক পদ লাভ করে কবে?
-৬ এপ্রিল ১৯৬৪ সালে।
৩.বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশের নাম কী?
-ভ্যাটিকান সিটি।
৪.বিশ্বের সংক্ষিপ্ত সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
-ভ্যাটিকান সিটি ও ইতালি।
৫.ভ্যাটিকান সিটির অন্য নাম কী?
-দি হলি সিটি।
৬.ভ্যাটিকান সিটির নির্বাহী প্রধান কে?
-পোপ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    217 Views
    by tamim
    0 Replies 
    191 Views
    by raja
    0 Replies 
    162 Views
    by mousumi
    0 Replies 
    732 Views
    by kajol
    0 Replies 
    672 Views
    by raihan

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]