Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4643
মার্টিন লুথার কিং
১.মার্টিন লুথার কিং কে ছিলেন?
-মার্টিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনকারী।
২.মার্টিন লুথার কিং কবে জন্মগ্রহণ করেন?
-১৫ জানুয়ারি ১৯২৯।
৩.আই হ্যাভ এ ড্রিম’ শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন –
-মার্টিন লুথার কিং।
৪.তিনি কবে শন্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
-১৯৬৪ সালে।
৫.মার্টিন লুথার কিং কবে মৃত্যুবরণ করেন?
-৫ এপ্রিল ১৯৬৮ সালে।
৬.মার্টিন লুথার কিং জুনিয়র কি হিসেবে পরিচিত?
-নাগরিক অধিকার আন্দোলনকারী।
৭.মার্কিন নিগ্রো অধিকার আন্দোলনের অহিংসবাদী নেতা কে ছিলেন?
-মার্টিন লুথার কিং।

মার্টিন লুথার
১.তিনি কবে জন্মগ্রহণ করেন?
-১০ নভেম্বর ১৪৮৩ সালে।
২.তিনি কবে মৃত্যুবরণ করেন?
-১৮ ফেব্রুয়ারি ১৫৪৬ সালে।
৩.মার্টিন লুথার কে ছিলেন?
-প্রোটেস্ট্যান্ট মতবাদের প্রবক্তা জার্মান ধর্মযাজক মার্টিন লুথার।

জাঁ হেনরি ডুনান্ট
১.হেনরি ডুনান্ট কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
-৮ মে ১৮২৮ সালে, জেনেভা, সুইজারল্যান্ড।
২.হেনরি ডুনান্ট কবে মৃত্যুবরণ করেন?
-৩০ অক্টোবর ১৯১০।
৩.রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে?
-জাঁ হেনরি ডুনান্ট।

মাদার তেরেসা
১.মাদার তেরেসা কত সালে জন্মগ্রহণ করেন?
-২৬ আগস্ট ১৯১০ সালে।
২.তার পারিবারিক নাম কী?
-আগনেস গঞ্জা বয়াজু।
৩.তিনি কবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন?
-২১ ডিসেম্বর ১৯৪৮ সালে।
৪.মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে?
-মাদার তেরেসা।
৫.মাদার তেরেসা কত সালে মৃত্যুবরণ করেন?
-৫ সেপ্টেম্বর ১৯৯৭ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]