Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4569
১.বিশ্বের প্রথম লিখিত চুক্তি কোনটি?
-মদিনা সনদ।
২.ম্যাগনাকার্টা কি?
-ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ।
৩.ম্যাগনাকার্টা কবে স্বাক্ষরিত হয়?
-১৫ জুন ১২১৫ সালে।
৪.যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি?
-ম্যাগনাকার্টা।
৫.Void Contract বলতে কি বোঝায়?
-বাতিল চুক্তি।
৬.ম্যাসট্রিচট কি?
-একটি চুক্তির নাম।
৭.মাল্টি-ফাইবার চুক্তি কী?
-দ্বিপাক্ষিক চুক্তি।
৮.কার্টাগেনা প্রটোকল কী?
-জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।
৯.গ্যাট চুক্তি কখন সম্পাদিত হয়?
-৩০ অক্টোবর ১৯৪৭ সালে।
১০.জাতিসংঘের মানবাধিকার দলিল কবে পাস হয়?
-১০ ডিসেম্বর ১৯৪৮ সালে।
১১.ওএএস সনদ কোথায় এবং কখন গৃহীত হয়?
-১৯৪৮ সালে কলম্বিয়ায়।
১২.ইতিহাসখ্যাত ‘পঞ্চশীল’ কবে স্বাক্ষরিত হয়েছিল?
-১৯৫৪ সালে।
১৩. এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১ জুলাই ১৯৬৮ সালে।
১৪.সিডও কী?
-নারী অধিকারের একটি দলিল।
১৫.১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু কী ছিল?
-পরিবেশ।
১৬.হেবরন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
-১৫ জানুয়ারি ১৯৯৭ সালে।
১৭.কিয়েটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
-১৯৯৭ সালে।
১৮.উইরিভার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
-১৯৯৮ সালে।
১৯.উত্তর আয়ারল্যান্ডে কবে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
-১০ এপ্রিল ১৯৯৮।
২০.কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে?
-রোম চুক্তি।
২১.অস্ত্র বাণিজ্য চুক্তি জাতিসংঘ সাধারণ পরিষদে কবে গৃহীত হয়?
-২ এপ্রিল ২০১৩।
২২.অস্ত্র বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?
-৩ জুন ২০১৩।
২৩.ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
-অটোয়া।
২৪.২০০৬ সালে কোথায় গণতন্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
-লন্ডন।
২৫.কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
-সিটিবিটি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    157 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    663 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]