Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4538
ডেটন চুক্তি ১৯৯৫
১.ডেটন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-১৪ ডিসেম্বর ১৯৯৫ সালে।
২.ডেটন চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় কোথায়?
-প্যারিস, ফ্রান্স।
৩.আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের পূর্বে কত সালে ডেটন চুক্তি হয়?
-১৯৯৫ সালে।
৪.ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশগুলোর সাথে?
-বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, সার্বিয়া এবং ক্রোয়েশিয়া।
৫.ডেটন চুক্তির লক্ষ্য কি ছিল?
-বসনিয়া যুদ্ধের অবসান ঘটানো।
৬.ডেটন চুক্তির উদ্যোক্তা কে?
-সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

জীবাণু অস্ত্র কনভেনশন ১৯৭২
১.জীবাণু অস্ত্র কনভেনশন এর উদ্দেশ্য কী?
-সব ধরনের জীবাণু ও বিষাক্ত অস্ত্রের উন্নয়ন, উৎপাদন , মজুদ নিষিদ্ধকরণ এবং ধ্বংস সাধন।
২.জীবাণু অস্ত্র কনভেনশন কবে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?
-১০ এপ্রিল ১৯৭২ সালে।
৩.জীবাণু অস্ত্র কনভেনশন কবে কার্যকর হয়?
-২৬ মার্চ ১৯৭৫ সালে।

প্যারিস শান্তি চুক্তি ১৯৭৩
১.প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-২৭ জানুয়ারি ১৯৭৩ সালে।
২.প্যারিস শান্তি চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে?
-ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র।
৩.প্যারিস শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
-ফ্রান্সের রাজধানী প্যারিসে।
৪.প্যারিস শান্তি চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?
-ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র মধ্যে দ্বন্দের অবসান ঘটানো।
৫.প্যারিস চুক্তির ফলাফল কীঅ?
-ভিয়েতনাম যুদ্ধের অবসান।

মানবাধিকার সনদ ১৯৪৮
১.মানবাধিকার সনদ গৃহীত হয় কবে?
-১০ ডিসেম্বর ১৯৪৮ সালে।
২.মানবাধিকার সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
-জাতিসংঘের সদর দপ্তরে।
৩.মানবাধিকার চুক্তিটির খসড়া প্রস্তুত করেন কে?
-নোবেল বিজয়ী ওরেন ক্যাসিন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]