Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4528
গ্রিস
১.কোন সাম্রাজ্য বিচ্ছিন্ন হয়ে গ্রিস স্বাধীনতা লাভ করে?
-তুর্কি সাম্রাজ্য।
২.গ্রিসে রাজতন্ত্রের সময়কাল কত?
-২৭ মে ১৮৩২-১ জুন ১৯৭৩।
৩.আধুনিক গ্রিসের প্রথম রাজা কে?
-অট্টো।
৪.শেষ রাজা কে?
-দ্বিতীয় কনস্ট্যানটাইন।
৫.রাজতন্ত্রের অবসানে গ্রিস কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?
-১৯৭৪ সালে।
৬.স্বাধীনতাযুদ্ধের সময়কাল কত?
-৬ মার্চ ১৮২১-২১ জুলাই ১৮৩২।
৭.গ্রিসের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী?
-মাউন্ট অলিম্পাস।
৮.কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়?
-গ্রিস।
৯.কারা হেলাসকে গ্রিস নামে রূপান্তরিত করেন?
-রোমানরা।
১০.কোন সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি?
-গ্রিক সভ্যতা।
১১.অলিম্পিক খেলা শুরু হয় কবে?
-৭৭৬ খ্রি.পূর্বাব্দে।
১২.গ্রিসে অলিম্পিকের যাত্রা শুরু হয় কার সময়কালে?
-রাজা ইফিটাসের।
১৩.গ্রিসের মহাকবি হোমারের মহাকাব্য দুটির নাম কী?
-ইলিয়ড ও ওডিসি।
১৪.গ্রিসের সামরিক নগর রাষ্ট্রের নাম কী?
-স্পার্টা।
১৫.স্পার্টা নগর রাষ্ট্রের অবস্থান ছিল কোথায়?
-দক্ষিণ গ্রিসের পেলোপনেসাস নামক অঞ্চলে।
১৬.গ্রিসের গণতান্ত্রিক নগর রাষ্ট্র কোনটি?
-এথেন্স।
১৭.গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন?
-সোফোক্লিস।

হাঙ্গেরি
১.হাঙ্গেরি সমাজতন্ত্র এর সময়কাল –
-২০ আগস্ট ১৯৪৯-২৩ অক্টোবর ১৯৮৯।
২.হাঙ্গেরী সর্বশেষ প্রজাতন্ত্রে পরিণত হয় কবে?
-২৩ অক্টোবর ১৯৮৯ সালে।
৩.পূর্ব মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র কোন শহর?
-বুদাপেস্ট।
৪.হাঙ্গেরির জনগণ নিজেদের কি নামে অভিহিত করত?
-মজর।
৫.মজর কোন মহাদেশ থেকে আগত যাযাবর গোষ্ঠী?
-এশিয়া।
৬.হাঙ্গেরীর প্রথম রাজা কে?
-প্রথম স্টিফেন।
৭.অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য এর সময়কাল কত?
-১৮৬৭-১৯১৮ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]