Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4509
জার্মানি
১.জার্মানি বিভক্ত হয় কখন?
-১৯৪৫ সালে।
২.পশ্চিম জার্মানির রাজধানীর নাম কি ছিল?
-বন।
৩.পূর্ব জার্মানির রাজধানীর নাম কী ছিল?
-বার্লিন।
৪.আধুনিক জার্মানির জনক কে?
-বিসমার্ক।
৫.হিটলারের রাজনৈতিক দলের নাম কী?
-নাৎসি।
৬.হিটলার জার্মানির চ্যান্সেলর হন কবে?
-৩০ জানুয়ারি ১৯৩৩।
৭.হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী?
-গেস্টাপো।
৮.নুরেমবার্গে জার্মানির বিচার শুরু হয় কবে?
-২০ নভেম্বর ১৯৪৫ সালে।
৯.জার্মানির জাতীয় দিবস কবে?
-৩ অক্টোবর।
১০.জার্মানের সম্রাজ্যের প্রাচীন রাজাদের উপাধি কি ছিল?
-কাইজার।
১১.মার্কসবাদ বা সমাজতন্ত্র মতবাদের প্রবক্তা কার্ল মার্কসের জন্ম কোথায়?
-জার্মানিতে।
১২.বিশ্বের বৃহত্তম আইটি মেলা সিবিট অনুষ্ঠিত হয় কোথায়?
-জার্মানির হ্যানোভারে।
১৩.নাৎসি আন্দোলন সর্বপ্রথম শুরু হয় কোন শহরে?
-মিউনিখ শহর থেকে।
১৪.জার্মানির প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদের নাম কী?
-চ্যান্সেলর।
১৫.জার্মানির প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
-৫ বছর।
১৬.জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
-অ্যাঞ্জেলা মার্কেল।
১৭.ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত?
-জার্মানিতে।
১৮.কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়?
-জার্মানি।
১৯.জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?
-তৃতীয় জর্জ।
২০.যুক্তজার্মানির প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
-৩০ জানুয়ারি ১৯৯১।
২১.বার্লিনের দেয়াল নির্মাণ শুরু হয় কখন?
-১৩ আগস্ট ১৯৬১ সালে।
২২.বার্লিনের দেয়ালের পতন হয় কবে?
-৯ নভেম্বর ১৯৮৯ সালে।
২৩.আনুষ্ঠানিকভাবে দুই জার্মানির একত্রিত হয় কবে?
-৩ অক্টোবর ১৯৯০ সালে।
২৪.বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য কত ছিল?
-১৬১ কিমি।
২৫.বার্লিন প্রাচীর নির্মাণ শুরু হয়েছিল কোন স্থান থেকে?
-বারনউয়া।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]