Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4478
আন্তর্জাতিক আদালত
১.জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা কোনটি?
-ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত।
২.আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-দি হেগ, নেদারল্যান্ডস।
৩.আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
-২৪ অক্টোবর ১৯৪৫ সালে।
৪.আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কতজন?
-১৫ জন।
৫.আইসিজে এর সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হন?
-৩ বছর।
৬.আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট কে?
-আব্দুল কাজী আহমেদ ইউসুফ, সোমালিয়া।

অছি পরিষদ
১.অছি পরিষদের মূল কাজ কী?
-উপনিবেশের অধীন দেশ বা অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘের সদস্যভূক্ত করা।
২.অছি পরিষদ গঠন করা হয় কখন?
-১৯৪৫ সালে।
৩.অছি পরিসদের কর্মকান্ডের সফল পরিসমাপ্তি ঘটে কবে?
-১৯৯৪ সালে।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
১.অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর অধিবেশন বছরে কতবার অনুষ্ঠিত হয়?
-দুবার।
২.ECOSOC এর অধিবেশন দুটি কোথায় বসে?
-একটি জেনেভায়, অপরটি নিউইয়র্ক।
৩. ECOSOC এর সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
-তিন।
৪. ECOSOC এর সদস্য কয়টি?
-৫৪টি।
৫. ECOSOC এর প্রথম সভাপতি কে?
-রামস্বামী মুদালিয়ার (ভারত)।
৬. ECOSOC এর প্রথম নারী সভাপতি কে?
-মারজাট্টা রসি (ফিনল্যান্ড)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]