Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4332
১.রাজীব গান্ধীর মৃত্যুর পর থেকে কংগ্রেস সভাপতি নিযুক্ত হন কে?
-নরসীমা রাও।
২.জেনারেল পারভেজ মোশাররফ কবে ক্ষমতায় আসেন?
-১২ অক্টোবর ১৯৯৯ সালে।
৩.কোন তারিখে প্রেসিডেন্ট বারাক ওবামা ওসামা বিন লাদেনের মৃত্যু ঘোষণা করেন?
-২ মে ২০১১।
৪.আন্না হাজারের আসল নাম কী?
-কিষাণ বাবুরাও হাজারে।
৫.শেষ রোমান সম্রাটের নাম কী?
-জুলিয়াস সিজার।
৬.নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন?
-জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব।
৭.আনোয়ার হোজ্জা কোন দেশের শাসক ছিলেন?
-আলবেনিয়া।
৮.আধুনিক আন্তর্জাতিক আইনের জনক কাকে বলা হয়?
-হুগো গ্রসিয়াস।

রাজনৈতিক ব্যক্তিত্ব
স্যার রবার্ট ওয়ালপোল
১.ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে?
-রবার্ট ওয়ালপোল।
২.স্যার রবার্ট ওয়ালপোল কত সালে জন্মগ্রহণ করেন?
-২৬ আগস্ট ১৬৭৬ সালে।
৩.তিনি কোন সময়কাল পর্যন্ত প্রধান মন্ত্রী ছিলেন?
-৪ এপ্রিল ১৭২১-১১ ফেব্রুয়ারি ১৭৪২।
মিখাইল গর্বাচেভ
১.গ্লাসনস্ত কথাটির অর্থ কী?
-মুক্ত আলোচনা।
২.রাশিয়ার কোন প্রেসিডেন্ট দেশে অবাধে জমি কেনাবেচার অনুমোদন দিয়ে ফরমান জারি করেছিলেন?
-গর্বাচেভ।
৩.তিনি কোন সময়কাল পর্যন্ত সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন?
-১৫ মার্চ ১৯৯০-২৫ ডিসেম্বর ১৯৯১।

মোস্তফা কামাল পাশা
১.আধুনিক তুরস্কের জনক কে?
-মোস্তফা কামাল পাশা।
২.মোস্তফা কামাল পাশা কত সালে জন্মগ্রহণ করেন?
-১৯ মে ১৮৮১ সালে।
৩.তিনি পাশা কবে মারা যান?
-১০ নভেম্বর ১৯৩৮ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]