Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4184
১.অ্যাবি থিয়েটার কি?
=আইরিশ থিয়েটার ও নাট্যান্দোলনের প্রাণকেন্দ্র।
২.অ্যাবি থিয়েটার এর প্রতিষ্ঠাতা কে?
=আয়ারল্যান্ডের কবি ডব্লিউ বি ইয়েটস ও লেডি গ্রেগরি।
৩.অ্যাবি থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়?
=১৮৯৯ সালে।
৪.ইউনেস্কোর সহযোগীতায় ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে?
=১৯৪৮ সালে।
৫.ITI এর পূর্ণরূপ কি?
=International Theatre Institute.
৬.ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায়?
=প্যারিস, ফ্রান্স।
৭.ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের বাংলাদেশ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে?
=১৯৮১ সালে।
৮. ITI এর আন্তর্জাতিক থিয়েটার কংগ্রেস কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
=২ বছর।
৯.হেনরিক ইবসেন কোন দেশের বিখ্যাত নাট্যকার?
=নরওয়ে।

চলচ্চিত্র
১.’চলচ্চিত্র’ শব্দটির অর্থ কী?
=গতিশীল বা চলমান চিত্র।
২.চলচিত্রের দুটি ইংরেজি প্রতিশব্দ কি?
=Motion picture, Film বা Movie.
৩.ক্যামেরা অবসকিউরা সূত্র উদ্ভাবন করেন কে?
=লিওনার্দো দ্য ভিঞ্চি।
৪.বিশ্বের প্রথম চলচিত্র কবে নির্মিত হয়?
=১৮৮৫ সালে।
৫.বিশ্বে প্রথম চলচিত্র প্রদর্শনী হয় কবে?
=২৮ ডিসেম্বর ১৮৮৫।
৬.বিশ্বের প্রথম ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাতা কে?
=ফ্রান্সের হেনরি ল্যাংলোয়া।
৭.বিশ্বের প্রথম চলচিত্র তৈরির ফিল্ম কবে তৈরি করেন?
=১৮৮৯ সালে।
৮.বিশ্বের প্রথম ফিল্ম স্টুডিওর নাম কি?
=ব্ল্যাক মারিয়া স্টডিও।
৯.ব্ল্যাক মারিয়া স্টডিও কে নির্মাণ করেন?
=এডিসন।
১০.প্রথম কে সিনেমা উপযোগী ক্যামেরা আবিষ্কার করেন?
=লুই ও অগাস্ট লুমিয়ে ভ্রাতৃদ্বয় (ফ্রান্স)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]