Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4128
১.কোথায় প্রথম রিকশার আবির্ভাব ঘটে?
=জাপানে।
২.সিল্করোড মহাসড়ক কোথায় অবস্থিত?
=চীন ও পাকিস্তানের মধ্যে।
৩.কেদারী সড়ক কোথায় অবস্থিত?
=নেপাল ও চীনের মধ্যে।
৪.কোথায় প্রথম পাতাল রেল চালু হয়?
=ইংল্যান্ডে।
৫.আধুনিক রেল ইঞ্জিনের প্রবর্তক কে?
=রবার্ট স্টিফেনসন।
৬.কোন দেশে প্রথম বৈদ্যুতিক রেলগাড়ির প্রচলন হয়?
=জার্মানিতে।
৭.বিশ্বের উচ্চতম রেলস্টেশন কোথায় অবস্থিত?
=টাঙ্গুলা পাহাড়ের স্টেশন, তিব্বত।
৮.বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশনের নাম কি?
=গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল।
৯.বিশ্বের বৃহত্তম রেলপথ কোনটি?
=ট্রান্স সাইবেরিয়ান রেলপথ (রাশিয়া)
১০.বিশ্বের সবচেয়ে উচু রেলপথের নাম কি?
=কিংজাং রেলপথ।
১১.কিংজাং রেলপথের অন্য নাম কি?
=কিংহাই-জিংজাং।
১২.আয়তনে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি?
=ইস্তানবুল বিমানবন্দর।
১৩.বিশ্বের সবচেয়ে উচু বিমানবন্দরের নাম কি?
=বাংদা বিমানবন্দর (তিব্বত, চীন)।
১৪.বিশ্বের দ্বিতীয় উঁচু বিমানবন্দরের নাম কি?
=লাসা বিমানবন্দর (তিব্বত, চীন)।
১৫.বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এর নাম কি?
=এ-৩৮০।
১৬.লন্ডনের হিথ্রো এয়ারপোর্টটি কোন ধরনের?
=সরকারি সংস্থা।
১৭.সূবর্ণভূমি কোন দেশের বিমানবন্দর?
=থাইল্যান্ড।
১৮.এরোফ্লোট কোন দেশের বিমান সংস্থা?
=রাশিয়া।
১৯.মার্কিন যুক্তরাষ্ট্রে রেলওয়ে্ উদ্বোধন করা হয় কবে?
=১৮৩৩ সালে।
২০.ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি কবে গঠন করা হয়?
=১৮৪৪ সালে।
২১.ব্রিটিশ ভারতে রেলওয়ে যাত্রা শুরু হয় কবে?
=১৬ এপ্রিল ১৮৫৩।
২২.বাংলাদেশের প্রথম রেললাইন চালু হয় কবে?
=১৮৫৪ সালে।
২৩.পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মের নাম কি?
=গোরাকপুর রেলওয়ে স্টেশন (উত্তর প্রদেশ, ভারত)।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]