Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4021
১.পর্বত কাকে বলে?
=পার্শ্ববর্তী এলাকার তুলনায় আংশিক খাড়া ঢালবিশিষ্ট সুউচ্চ ও সুবিস্তত বিশালাকৃতির শিলাস্তুপকে পর্বত বলে।
২.গ্রিক শব্দ ওরোস এর অর্থ কি?
=পর্বত
৩.পর্বত প্রধানত কত প্রকার?
=৪ প্রকার।
৪.বিস্তত ও সুউচ্চ ভাজবিশিষ্ট অনেক পর্বতের সমন্বয়ে গঠিত পর্বতকে কি বলে?
=ভঙ্গিল পর্বত।
৫.আগ্নেয়গিরি থেকে উদগিরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেধে সৃষ্ট পর্বতকে কী বলে?
=আগ্নেয় পর্বত।
৬.ফুজিয়ামা, মনালোয়া কোন ধরনের পর্বত?
=আগ্নেয় পর্বত।
৭.আরোহণের অসাধ্য পর্বতসমূহের মধ্যে সর্বোচ্চ পর্বতটির নাম কি?
=কানকার পুনসুম।
৮.কানকার পুনসুম পর্বতটি কোথায় অবস্থিত?
=ভুটান ও তিব্বতের সীমান্তে।
৯.বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পর্বতের নাম কি?
=শ্বেত পর্বত।
১০.শ্বেত পর্বতের অবস্থান কোথায়?
=প্রশান্ত মহাসাগরে।
১১.অন্নপূর্ণা পর্বতের অবস্থান কোথায়?
=নেপাল।
১২.পর্বতমালা বলতে কি বোঝায়?
=একই অঞ্চলে একাধিক পর্বত পাশাপাশি থাকলে তাকে পর্বতমালা বলা হয়।
১৩.বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা কোনটি?
=হিমালয়।
১৪.ইউরোপের সর্ববৃহৎ পর্বতমালার নাম কি?
=আল্পস।
১৫.আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
=দক্ষিণ আমেরিকা।
১৬.যুক্তরাষ্ট্রের পূর্বাংশে কোন পর্বতমালা অবস্থিত?
=অ্যাপোলেশিয়ান।
১৭.রকি পর্বতমালার অবস্থান কোথায়?
=যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পশ্চিমাংশে।
১৮.’হিন্দুকুশ’ কি?
=আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে অবস্থিত ৫০০ মাইল বিস্তত পর্বতমালা।
১৯.পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেনীর নাম কি?
=আন্দিজ পর্বতমালা।
২০.Mount Kinabalu কোন দেশের পর্বতমালা?
=মালয়েশিয়া।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]