Page 1 of 1

নোবেল পুরস্কার ও বিজয়ী ব্যক্তিত্ব: পার্ট-০৩

Posted: Mon Oct 19, 2020 1:34 pm
by lipi
নোবেল প্রাইজের বিশেষ তথ্য
লিনাস পাউলিং – বিজ্ঞানী কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
গ্যাব্রিয়েল গার্সীয়া মার্কেজ - গ্যাব্রিয়েল গার্সীয়া মার্কেজ কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন। লাতিন আমেরিকার বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক হিসেবে বিবেচিত। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
ব্যানিয়েল ক্যানেম্যান – মনো বিজ্ঞানী কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
বারট্রান্ড রাসেল – দার্শনিক কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।

নোবেল পুরস্কার ২০১৮
ক্ষেত্র – নাম – দেশ – অবদান
চিকিৎসা – জেমস পি. এলিসন / তাসুকু হোনজু – যুক্তরাষ্ট্র / জাপান – ক্যান্সার চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা।
পদার্থ – আর্থার আসকিন / জেরার্ড মাউরো / ডোনা স্ট্রিকল্যান্ড – যুক্তরাষ্ট্র/ ফ্রান্স/ কানাডা – লেজার ফিজিক্স নিয়ে গবেষণা
রসায়ন – ফ্রান্সেস এইচ আরনল্ড/ জর্জ পি স্মিথ/স্যার গ্রেগরি পিউইন্টার – যুক্তরাষ্ট্র/যুক্তরাষ্ট্র/ব্রিটেন – বিবর্তনবাদের ধারণা গবেষণাগারে প্রয়োগের মাধ্যমে নতুন ধরনের রাসায়নিক তৈরি এবং পরিবেশবান্ধব শিল্প গড়ার পথ দেখানো।
শান্তি – ডেনিস মুকয়েজি/ নাদিয়া মুরাদ – কঙ্গো/ ইরাক – যুদ্ধ ও সশস্ত্র সংগ্রামের সময় যৌথ সহিংসতার প্রতিরোধ।
অর্থনীতি – উইলিয়াম ডি. নরডাস/পল.এম রোমার – যুক্তরাষ্ট্র/যুক্তরাষ্ট্র – জলবায়ুর পরিবর্তনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিক্সের সাথে একীভূত করে বিশ্লেষণ।
ডোনা স্ট্রিকল্যান্ড ৫৫ বছর পর পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ী নারী।
সুইডিশ একাডেমি জানিয়েছে ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রধান করা হবে না।

ম্যাগসেসে পুরস্কার
র‌্যামোন ম্যাগসেসে পুরস্কার ১৯৫৭ সালে প্রবর্তীত হয়। এই পুরস্কারটি প্রবর্তন করা হয় ফিলিপাইনের প্রয়াত প্রেসিডেন্ট র‌্যামোন ম্যাগসেসেকে স্মরণ করে। এ পুরস্কারকে এশিয়া নোবেল পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ৬টি শ্রেনীতে এশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনক এই পুরস্কার প্রদান করা হয়। যেমন: সাংবাদিকতা, সাহিত্য ও যোগাযোগ উদ্ভাবনী কলা ইত্যাদি।

ম্যানবুকার পুরস্কার
ম্যানবুকার পুরস্কার বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদা সম্পন্ন পুরস্কার। ব্রিটেনের ম্যান গ্রুপ এই পুরস্কার প্রদান করে। সর্বকনিষ্ঠ বুকার পুরস্কার বিজয়ী হচ্ছেন নিউজিল্যান্ডের ইলিনর ক্যাটন। ২০১৮ সালের পুরস্কার লাভ করেন উত্তর আয়ারল্যান্ডের ঔপনিবেশিক অ্যানা বার্নস, তার উপন্যাসের নাম মিলকম্যান।

বিবিধ পুরস্কার
কান চলচিত্র উৎসব – কান চলচিত্র উৎসব অনুষ্ঠিত হয় ফ্রান্সের কান শহরে।
মিলেনিয়াম প্রিস প্রাইজ – বিশ্ব শান্তিতে নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। ২০০১ সালে মিলোনিয়াম পিস প্রাইজ প্রবর্তন করা হয়।
শাখারভ পুরস্কার – মানবাধিকার এবং গণতন্ত্রের সংগ্রামে অবদানের জন্য ইউরোপিয়ান পার্লামেন্ট শাখারভ পুরস্কার প্রদান করে।
প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম – যুক্তরাষ্ট্রের সরবোচ্চ বেসামরিক পুরস্কার।
২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ বিষয়ক সবোচ্চ আন্তর্জাতিক পুরস্কার চ্যাম্পিয়নস অব দি আর্থ লাভ করেন।
তথ্য প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে টেলিযোগাযোগ সংস্থা বাংলাদেশের আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কারে ভূষিত করে।
২০১৫ সালে গুসি শান্তি পুরস্কার লাভ করেন বাংলাদেশের কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ মোট ১৯ জন। গুসি প্রাইজ দেওয়া হয় ফিলিপাইন থেকে।