Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3581
আফ্রিকান ইউনিয়ন (AU)
১৯৬৩ সালে Organization of African Unity বা OAU প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০২ সালে OAU নাম পরিবর্তন করে AU বা African Union রূপ লাভ করে।
আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায়।
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্যদেশ ৫৫টি।
সর্বশেষ সদস্য মরক্কো।
পশ্চিম সাহারা AU তে যোগ দেওয়ার প্রতিবাদে ১৯৮৪ সালে মরক্কো AU থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তবে ৩০ জানুয়ারী ২০১৭ তে ৩৩ বছর পর আবার জোটে ফিরে আসে। ফলে বর্তমানে আফ্রিকা মহাদেশের সব দেশই AU এর সদস্য। সংস্থাটির সর্বশেষ সম্মেলন হয় ২০১৭ সালে ইথিওপিয়ার আদ্দিস আবাবায়।
ইউরোপিয়ান ইউনিয়ন (EU)
ইউরোপীয় দেশগুলোর সর্বৃহৎ জোটের নাম EU। পূর্ণ নাম European Union। EU শুধু ইউরোপের নয় বরং বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট। ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেন সার্ভিসের নাম Eurostar। EU এর পূর্ব নাম ছিল EEC। ১৯৫৭ সালে ইতালির রোমে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা রোম চুক্তি নামে পরিচিত। ১৯৫৮ সালে এই চুক্তি কার্যকর হওয়ার মধ্য দিয়ে ইসি প্রতিষ্ঠিত হয়। ১৯৯২ সালে নেদারল্যান্ডের ম্যাসস্ট্রিচ শহরে ঐতিহাসিক ম্যাসস্ট্রিচ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে ১৯৯৩ সালে ১ নভেম্বর EC পরিবর্তিত হয়ে EU বা European Union প্রতিষ্ঠিত হয় এবং একক মুদ্রা হিসেবে EURO গ্রহণের পথ সুগম হয়।
EU- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাজেলসে ।
EU- ভুক্ত দেশগুলোর সীমান্তবাহিনীর নাম ফ্রনটেক্স।
EU- এর বর্তমান সদস্য ২৮ টি। কার্যকরী সদস্য ২৭টি (ব্রিটেন এখন কার্যকরী সদস্য নয়)।
সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া।
EU এর একক মুদ্রার নাম ইউরো। এই মুদ্রার জনক রবার্ট মুনডেল। ইউরো প্রথম চালু হয় ১৯৯৯ সালে। তবে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরো প্রথম চালু হয় ২০০২ সালে। ইউরো নোট চালু হয় ২০০২ সালে। বর্তমানে ২৫ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে। তবে EU ভুক্ত ১৯ টি দেশে চালু আছে। লিথুয়ানিয়া সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করে। ১৯৯৯ সালে ইউরো চালু হয়েছিল ১১ টি দেশে। যুক্তরাজ্য একসময় EU এর সদস্য থাকলেও কখনো ইউরো মুদ্রা গ্রহণ করেনি। ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে ভ্যাটিকান সিটি, সান ম্যারিনো, এন্ডোরা, মন্টেনিগ্রো, কসোভা, মোনাকো – এই ছয়টি দেশে ইউরো চালু আছে ।
ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাংকফুর্টে।
ইউরোপিয়ান পার্লামেন্টের সদরদপ্তর ফ্রান্সের স্ট্রাসবার্গে। European পার্লামেন্টের সদস্যসংখ্যা ৭৫১।
সম্প্রতি EU তে যোগদানের জন্য তুরস্কে গণভোট অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে বুলগেরিয়াতে।

আসিয়ান (ASEAN)
পূর্ন রূপ: Association of South Asian Nation.
প্রতিষ্ঠাকাল: ১৯৬৭ সাল।
সদস্য: ১০টি- মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন। ASEAN এর সদস্য নয় পূর্বতিমূর আসিয়ানের সর্বশেষ সদস্য কম্বোডিয়া।
সদরদপ্তর: ASEAN এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়।
মহাসচিব: ব্রুনাইয়ের জাতো পাদুকা লিম জোক হাইক।
বাণিজ্য চুক্তি: ASEAN দেশগুলো AFTA বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ১৯৯২ সালে।
Asean Regional Forum (ARF) গঠিত হয় ১৯৯৪ সালে। এর সদর দপ্তর জাকার্তায়। সদস্য ২৭ টি।
ASEAN এর সর্বশেষ সম্মেলন হয় সিঙ্গাপুরে ২০১৮ সালে।

ইসলামি উন্নয়ন ব্যাংক (IDB)
পূর্ণ রূপ: Islamic Development Bank.
প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ সাল।
সদস্য: ৫৭টি । সর্বশেষ সদস্য: গায়ানা।
সদর দপ্তর: সৌদি আরবের জেদ্দায়।
IDB বাংলাদেশে কার্যক্রম শুরু করে ১৯৮৩ সালে।
IDB-এর সদস্য হতে গেলে অবশ্যই OIC এর সদস্য হতে হবে।
IDB-এর সর্বশেষ সম্মেলন হয় তিউনিশিয়ার তিউনিসে (২০১৮) ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]