Page 1 of 1

আন্তর্জাতিক বিষয় ও ভূগোল পার্ট-০১

Posted: Fri Sep 25, 2020 6:26 pm
by maynul91
পৃথিবী পরিচিতি
-পৃথিবীর পরিধি প্রায় ৪০,২৩৪ কিলোমিটার বা ২৫’০০০ মাইল।
-পৃথিবীর ব্যাস প্রায় ১২,৭৬৫ কিলোমিটার।
-পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৩৬ কিলোমিটার।
-সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
-পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব ১৪,৯৫,০০,০০০ কিলোমিটার।
-পৃথিবীতে মহাদেশ রয়েছে ৭টি।
-আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
-আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া।
-জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অ্যান্টার্কাটকা মহাদেশ।
-আয়তনে পৃথিবীর বড় দেশ রাশিয়া। এবং জনসংখ্যায় বড় দেশ চীন।
-আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ ভ্যাটিকান সিটি।
-পৃথিবীর স্বাধীন দেশের সংখ্যা ১৯৫।
-সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান।
-দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে ২০১১ সালের ৯ জুলাই।
-জাতিসংঘ কর্তৃক পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা ১৯৩।
-পৃথিবীর সর্বোত্তম নগরী নরওয়ে হ্যামারফেস্ট এবং সর্বদক্ষিণের নগরী চিলি পুয়ের্টো উইলিয়াম।
-পৃথিবীর উষ্ণতম স্থান লিবিয়ার আজিজিয়া।
-এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম অরণ্য রামিয়ার তৈগা অরণ্য।
-পৃথিবীর বৃহত্তম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
-পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র চিলি।
-রাশিয়া ও তুরস্কে দুটি মহাদেশ তথা এশিয়া ও ইউরোপে অবস্থিত। তাই এদের ইউরেশিয়ার দেশ বলা হয়।
-তুরস্কের ইস্তাম্বুল শহরটি দুটি মহাদেশে পড়েছে।
-সুইজারল্যান্ডকে নিরপেক্ষ দেশ বলা হয়।
-চীন পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী দেশ।
-পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
-পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর আর্কটিক বা উত্তর মহাসাগর।
-পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
-প্রশান্ত মহাসাগরের গভীরতা স্থান মারিয়ানা ট্রেঞ্চ।
-ভারত মহাসাগরের গভীরতম স্থানের নাম ইউরেশিয়ান বেসিন।
-বঙ্গোপসাগরের গভীরতম স্থানের নাম গঙ্গা খাত।
-বাংলাদেশে ভূ ভাগ সৃষ্টির পূর্বে এখানে ছিল বঙ্গ খাত।
-উন্মুক্ত জলরাশি তথা চারিদিক জলসীমা দ্বারা বেষ্টিত বিশাল জলরাশিকে মহাসাগর বলে।
-তিন দিকে জলরাশি এবং এক দিকে ভূভাগ দ্বারা বেষ্টিত পানি রাশিকে সাগর বলে। যা আয়তনে মহাসাগরের চেয়ে ছোট হয়।
-পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর।
-পৃথিবীর গভীরতম সাগর ক্যারাবিয়ান সাগর।
-পৃথিবীর বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর।
-লোহিত সাগরের প্রাচীন নাম ‘সাইনাস আরাবিতাস’।