Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#2228
আন্তর্জাতিক বিষয়ে সাম্প্রতিক প্রশ্নোত্তর
প্রশ্ন: ১ জানুয়ারি ২০২০ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে কোন দেশগুলো?
উত্তর: ভিয়েতনাম, তিউনিসিয়া, নাইজার, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স এবং এস্তোনিয়া।
প্রশ্ন: ২১ ডিসেম্বর ২০১৯ কোন দেশে প্রধানমন্ত্রীর পদ পুনর্বহাল করা হয়?
উত্তর: কিউবা।
প্রশ্ন: ভারতীয় নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে?
উত্তর: ৩০ ডিসেম্বর ১৯৫৫।
প্রশ্ন: ভারতীয় নাগরিকত্ব সংশোধন বিল (CAB) ২০১৯ কার্যকর হয় কবে?
উত্তর: ১২ ডিসেম্বর ২০১৯।
প্রশ্ন: আলজেরিয়ার নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর: আবদুল মজিদ তেব্বুনে।
প্রশ্ন: রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে কোন দেশ?
উত্তর: গাম্বিয়া।
প্রশ্ন: জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ঘোষিত আন্তর্জাতিক চা দিবস কবে?
উত্তর: ৪ ডিসেম্বর।
প্রশ্ন: আন্তর্জাতিক গণিত দিবস কবে?
উত্তর: ১৪ মার্চ।
প্রশ্ন: ২০১৯ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: আফগানিস্তান।
প্রশ্ন: ২০১৯ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৩১তম।
প্রশ্ন: বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে ২০১৮ সালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: জাপান।
প্রশ্ন: প্রথম Global Refugee Forum কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৬-১৮ ডিসেম্বর ২০১৯; জেনেভা, সুইজারল্যান্ড।
প্রশ্ন: ৩০তম NATO সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ৩-৪ ডিসেম্বর ২০১৯; ওয়াটফোর্ড, যুক্তরাজ্য।
প্রশ্ন: বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ৮-১১ জুন ২০২০; নুরসুলতান, কাজাখস্তান।
প্রশ্ন: ১৫তম জি-২০ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২১-২২ নভেম্বর ২০২০; রিয়াদ, সৌদি আরব।
প্রশ্ন: ২২তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ৬-১০ জুলাই ২০২০; যুক্তরাজ্য।
প্রশ্ন: এসএ গেমসের ইতিহাসে প্রথম দেশ হিসেবে এক ডিসিপ্লিনের সবগুলো স্বর্ণপদকই লাভ করে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ; ২০১৯ সালের এসএ গেমসে আর্চারিতে।
প্রশ্ন: এসএ গেমসের ৩৫ বছরের ইতিহাসে বাংলাদেশের প্রথম নারী খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো একাই তিনটি স্বর্ণপদক লাভ করেন কে?
উত্তর: আর্চার ইতি খাতুন।
প্রশ্ন: কোপা আমেরিকার ৪৭তম আসর যৌথভাবে কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ১২ জুন - ১২ জুলাই ২০২০; আর্জেন্টিনা ও ব্রাজিল।

মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯
প্রশ্ন: গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
প্রশ্ন: মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: বুরুন্ডি।
প্রশ্ন: সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: মালদ্বীপ।
Abbreviations
সাম্প্রতিক সময়ে ভারতে নাগরিকত্ব আইনের প্রেক্ষাপটে NPR, NRC, CCA ও CAB- এর পূর্ণরূপসমূহ-
NPR - National Population Register.
NRC - National Register of Citizens.
CAA - Citizenship Amendment Act.
CAB - Citizen Amendment Bill

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]