Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#1776
১) সৌদি আরবের কোন কোন তেল ক্ষেত্রে ড্রোন হামলা করা হয় ?
- আবাকাইক এবং খুরাইস।
২) সৌদি তেলের প্রধান আমদানি কারক কোন দেশ ?
- আমেরিকা।
৩) তুলা আমদানিতে ২০১৮-২০১৯ বাংলাদেশ এর অবস্থান কত ?
- ২য়।
৪) তুলা উৎপাদনে শীর্ষে কোন দেশ ২০১৮-২০১৯ অর্থ বছরে ?
- চীন।
৫) বানিজ্য যুদ্ধের কারনে চীন থেকে কোম্পানি কোন দেশে সবচেয়ে বেশি এসেছে ?
- ভিয়েতনাম (২৬টি) ।
৬) বাংলাদেশ এ কতটি কোম্পানি চীন থেকে এসেছে বানিজ্য যুদ্ধের কারণে ?
- ২ টি।
৭) বার্ষিক প্রতিবেদন ২০১৭ অনুযায়ী বাংলাদেশে কতটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আছে ?
- ৬৯৯ টি।
৮) বাংলাদেশের ক্ষুদ্র ঋণ সংস্থা সুদের হার কত বেঁধে দিয়েছে ?
- ২৪% ।
৯) ক্ষুদ্র ঋণ সংস্থার ২০১৭ সালের প্রতিবেদন অনুযায়ী কত টাকা ঋণ দিয়েছে ?
- ১ লাখ ৪ হাজার ৫৭৮ টাকা।
১০) ক্ষুদ্র ঋণ গ্রাহকের সংখ্যা কত বর্তমানে ?
- ২ কোটি ৯৯ লাখ।
১১) ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের মোট শাখা কত ?
- ১৭,১২০ ।
২২) ক্ষুদ্র ঋণ সংস্থা গুলোতে মোট কত টাকা সঞ্চয়স্থিতি আছে ?
- ৫৮, ৩৬২ কোটি টাকা।
২৩) একটি ব্যাংক মুলধনের উপাদানের কত শতাংশ একক ভাবে শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে?
- ২৫% ।
২৪) বর্তমানে ফুটবলে বাংলাদেশের র্যাঙ্কিং কত ?
- ১৮৭ ।
-২৫) মাছ উৎপাদনে কোন দেশের অবস্থান শীর্ষে ?
- চীন।
২৬) মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত ?
- ৮ম ।
২৭) ক্যাসিনো শব্দটি এসেছে কোথা থেকে ?
- ইতালি ।
২৮) সবচেয়ে বেশি ক্যাসিনো/ জুয়া খেলা হয় কোথায় ?
- চীনের ম্যাকাও।
২৯) বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি ?
- আমেরিকা।
৩০) বিশ্বের দ্বিতীয় তেল উৎপাদনকারী দেশ কোনটি ?
- সৌদি আরব।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]