Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#1547
★বিশ্বের দীর্ঘতম খাল --- গ্র্যান্ড খাল,,চীন।
★বিশ্বের গভীরতম খাল --- পানামা খাল।
★বনভূমি কেটে কোন খাল তৈরি করা হয় --- পানামা খাল।
★বিশ্বের প্রশস্ততম খাল কোনটি --- পানামা খাল।
★বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল --- সুয়েজ খাল।
★সুয়েজ খাল কোথায় অবস্থিত --- মিশরে।
★সুয়েজ খাল ভূমধ্যসাগরকে কোন সাগরের সঙ্গে যুক্ত করেছে --- লোহিত সাগর।
★সুয়েজ খাল কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করেছে --- ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
★সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিমি.--- ১৬২ কিমি.।
★সুয়েজ খালের প্রস্থ কত মিটার --- ৬০ মিটার।
★সুয়েজ খালের গভীরতা কত মিটার --- ১০.৩৬ মিটার।
★সুয়েজ খালের দুই পাশে কোন কোন বন্দর অবস্থিত --- পোর্ট সৈয়দ ও সুয়েজ বন্দর।
★সুয়েজ খাল খনন করেন কে --- ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিসেপস।
★সুয়েজ খালের কাজ সমাপ্ত হয় কবে --- ১৮৬৯ সালে।
★সুয়েজ খাল কবে কোন দেশজাতীয়করণ করে ---১৯৫৬ সালে,,মিসর।
★কোন যুদ্ধের ফলে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় --- আরব-ইসরাইল যুদ্ধ।

Sarowar Shakil
Department of History
Jahangirnagar University

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]