Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7327
০১. পাটালিপুত্র রাজধানী ছিল : মৌর্যদের
০২. অশোক কোন বংশের রাজা ছিলেন? : মৌর্য বংশের
০৩. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম দেখে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? : কলিঙ্গ যুদ্ধের
০৪. বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় : সম্রাট অশোক
০৫. প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত : গুপ্তযুগ
০৬. বাংলায় প্রথম চীনা পরিব্রাজক আসেন : ফা হিয়েন (৪০১-৪১০ খ্রিষ্টাব্দে)।
০৭. মেগাস্থনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? : চন্দ্রগুপ্ত মৌর্য
০৮. প্রাচীনকালে এদেশের নাম ছিল - : বঙ্গ
০৯. প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন- : শশাঙ্ক
১০. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন : শশাঙ্ক
১১. একসময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল - : গৌড়
১২. শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন - : সামন্ত
১৩. হিউয়েন সাঙ বাংলায় এসেছিলেন - : হর্ষবর্ধনের আমলে হর্ষবর্ধন প্রথম চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। তিনি হর্ষচরিত নামে আত্মজীবনী লেখেন, যা সংস্কৃত ভাষায় প্রথম ঐতিহাসিক কাব্যগ্রন্থ। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রচুর দান করেন।
১৪. নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় - : পঞ্চম শতকে
১৫. ‘মাৎস্যন্যায়’ কোন সময়কাল নির্দেশ করে - : ৭ম – ৮ম শতক
১৬. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? : পাল বংশ
১৭. পালযুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা হয়েছিল? : তালপাতার উপর
১৮. দিনাজপুরের রামসাগর দীঘি খনন করেন কে? : রামপাল (পাল বংশের রাজা)
১৯. বাংলার শেষ হিন্দু রাজা : লক্ষ্মণ সেন
২০. প্রাচীন কোন রাজবংশ হিন্দু ধর্মালম্বী ছিল? : সেন বংশ
২১. স্পেন বিজয়ী মুসলিম সেনাপিত : তারিক বিন যিয়াত
২২. সিন্ধু বিজয় করে : মুহাম্মদ বিন কাসিম
২৩. সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে : ১৭ বার
২৪. তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় : ১১৯১ সালে
২৫. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? : পৃথ্বীরাজ
২৬. কুতুবমিনারের নামকরণ করা হয় - : কুতুব উদ্দীনের নামে
২৭. ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন : মুহাম্মদ ঘোরি
২৮. দিল্লী সালতানাতের প্রকৃতি প্রতিষ্ঠাতা : শামসউদ্দিন ইলতুতমিশ
২৯. দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী- : সুলতানা রাজিয়া
৩০. কোন মুসলিম প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? : আলাউদ্দীন খলজি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    197 Views
    by tamim
    1 Replies 
    838 Views
    by tasnima
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    72 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]