Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7251
বাংলাদেশ বিষয়াবলি

১. নির্মাণাধীন পদ্মা সেতুর প্রস্থ – ১৮.১০ মিটার।
২. দেশের বৃহত্তম যুদ্ধ বিমানঘাঁটির নাম কি? – বঙ্গবন্ধু বিমানবাহিনী ঘাঁটি।
৩. উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে? – লর্ড ক্যানিং।
৪. বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় – ১ জুলাই ১৯৯১।
৫. ‘সাংগ্রাই’ যাদের উৎসব – রাখাইন।
৬. বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? – কামরুল হাসান।
৭. কনসার্ট ফর বাংলাদেশ- ১৯৭১ এর প্রধান শিল্পী – জর্জ হ্যারিসন।
৮. মুক্তিযুদ্ধের সেক্টর নং ৩-এর কমান্ডার ছিলেন – এ এন এম নুরুজ্জামান।
৯. প্রথমবারের মত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় – ২ মার্চ ১৯৭১।
১০. ফিল্ড মার্শাল আইয়ুব খান পদত্যাগ করেন - ২৫ মার্চ ১৯৬৯।
১১. বাংলাদেশে মেঘালয় থেকে কয়লা আমদানি করে – সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে।
১২. উপমহাদেশে যার শাসনামলে বাংলাদেশ পুলিশ একাডেমি চালু হয় – লর্ড হার্ডিঞ্জ।
১৩. বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা – তেঁতুলিয়া পঞ্চগড়।
১৪. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার ছিলেন – ইসলাম খান।
১৫. ‘উপজেলা পরিষদ’ ব্যবস্থা প্রবর্তন হয়েছিল – ১৯৮২ সালে।
১৬. বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর হলো – বেনাপোল, যশোর।
১৭.বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক স্থাপিত হবে – গজারিয়া, মুন্সিগঞ্জ।
১৮. যুক্তরাষ্ট্র বাংলাদেশের GSP সুবিধা স্থগিত করে – ২০১৩ সালে।
১৯. বাংলাদেশেরে জিডিপি’তে প্রধান খাত হলো – সেবা খাত।
২০. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন – ১২০৪ খ্রিস্টাব্দে।
২১. গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা – সমুদ্র গুপ্ত।
২২. আলাউদ্দীন হুসেন শাহের রাজধানী ছিল - একডালা।
২৩. শেষ মুঘল সম্রাট ছিলেন – দ্বিতীয় বাহাদুর শাহ।
২৪. বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিলো – বাংলা ১১৭৬ সনে।
২৫. ইন্ডয়ান এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় – ১৮৭৬ সালে।
২৬. বঙ্গীয় প্রজাস্বত্ব-আইন প্রবর্তন করেন – এ কে ফজলুল হক।
২৭. ‘ভুলব না ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না’-এর রচয়িতা – আ ন ম গাজীউল হক।
২৮. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় – ৩ জানুয়ারি ১৯৬৮।
২৯. মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন – মেজর এম আবু তাহের এবং এম হামিদুল্লাহ।
৩০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম – ফাদার মারিও ভেরেনজি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    276 Views
    by bdchakriDesk
    0 Replies 
    210 Views
    by bdchakriDesk
    0 Replies 
    91 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]