Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7246
সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলি
১. আসাদগেট যে স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় – ১৯৬৯’র গণঅভ্যুত্থান।
২. পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কত সালে? – ৪ জুলাই ২০০১ সালে।
৩. বাংলাদেশের প্রথম সংসদীয় আসন বিন্যাস করা হয় কত সালে? – ১০৭৩ সালে।
৪. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটির প্রচ্ছদে ব্যবহৃত সম্মেলনের লোগো শান্তির কপোত-এর চিত্রশিল্পী কে? – পাবলো পিকাসো।
৫. আর্য সংস্কৃতি বিকাশ লাভ করে কোন আমলে? – পাল আমলে।
৬. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ? – আদি-অস্ট্রেলীয় জনগোষ্ঠীর।
৭. বাংলার রাজধানী হিসেবে ‘সোনারগাঁও’ এর পত্তন করেছিলেন কে? – ঈসা খাস।
৮. ‘মাৎস্যন্যায়’ যে সময়কে নির্দেশ করে – পাল পূর্ব যুগকে।
৯. যে গ্রন্থে বাংলার প্রাচীন বয়নশিল্পের উল্লেখ পাওয়া যায় – কৌটিল্যের অর্থশাস্ত্র।
১০. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিল – কার্টিয়ার।
১১. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় – ১৮৭৬ সালে।
১২. ভাষা আন্দোলনের মুখপত্র হিসেবে কাজ করতো – সাপ্তাহিক সৈনিক।
১৩. ৩ মে ২০২১ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত ছিল? – ৪৫.১০ বিলিয়ন মার্কিন ডলার।
১৪. বাংলাদেশে প্রথমবারের মতো টাকা দিবস পালিত হয় কত তারিখে? – ৪ মার্চ ২০২১ সালে।
১৫. বায়ান্নর ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর কে ছিলেন? – ফিরোজ খান নূন।
১৬. পাকিস্তান আমলে পূর্ববঙ্গ প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী – খাজা নাজিমুদ্দীন।
১৭.ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ হয় কত সালে? – ২৯ মার্চ ১৮৫৭ সালে।
১৮. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে ? - লর্ড কর্নওয়ালিস।
১৯. বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশের কত তম রাষ্ট্রপতি? – ২০ তম রাষ্ট্রপতি।
২০. শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? – বেজপাড়া, যশোর।
২১. ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবি কি ছিল? – বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।
২২. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর দীক্ষা গুরু – শীলভদ্র।
২৩. বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯ মার্চ ১৯৭২।
২৪. ‘বাংলাদেশ-স্কয়ার’ অবস্থিত – লাইবেরিয়ায়।
২৫. বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে কবে? – ১৭ মে ১৯৯৯ সালে।
২৬. তামাবিল সীমান্ত বাংলাদেশের যে জেলায় অবস্থিত – সিলেট।
২৭. বাংলাদেশের প্রথম কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত – দিনাজপুরের বড়পুকুরিয়ায়।
২৮. তত্ত্বধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় – পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
২৯. দেশের ১২তম সিটি কর্পোরেশন – ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
৩০. বাংলাদেশের রাজধানী ঢাকা উল্লেখ আছে সংবিধানের – ৫(১) অনুচ্ছেদে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    276 Views
    by bdchakriDesk
    0 Replies 
    210 Views
    by bdchakriDesk
    0 Replies 
    91 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]