Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7121
১৩ ফেব্রুয়ারি
১৯৭৩ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন , বাংলাদেশেল জাতীয় মর্যাদা এবং স্বাধীনতার বিনিময়ে তিনি বৈদেশিক সাহায্য গ্রহণ করবেন না ।
১৪ ফেব্রুয়ারি
১৯৭২ : বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দানের প্রশ্নে মর্কিন সিনেটর কেনেডির সাথে কোনো আলোচনা হয়েছে কি-না ? - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন , ’বাংলাদেশ একটি বাস্তব সত্য , তা টিকে থাকতে এসেছে । কে আমাদের স্বীকৃতি দিল-না তাতে আমাদের পরোয়া নাই ।’
১৫ ফেব্রুয়ারি
১৯৫২ : জেলে বন্দী শেখ মুজিবুর রহমানকে নারয়ণগঞ্জ হয়ে ফরিদপুর জেলে পাঠনোর সময় নারায়ণগঞ্জ স্টিমার ঘাটে ভিড় করে ছাত্র , শ্রমিক ও সাধারণ মানুষ । অসুস্থ শরীরে উঠে দাঁড়ান মুজিব । সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন , ‘বাংলা ভাষা কেড়ে নেবার সাহস কারও নেই । ২১ ফেব্রুয়ারি অ্যসেম্বলি বসবে । এমএলএদের কাছ থেকে বাংলা ভাষার পক্ষে দস্থখত আদায় করবে ।’
১৯৭১ : বাংলা একাডেমির ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর ব্যবস্থার আহ্বান জানান ।
১৬ ফেব্রুয়ারি
১৯৫২ : রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ফরিদপুর জেলে অনশন শুরু করেন শেখ মুজিুর রহমান ।
১৯৬৬ : ঢাকায় সাংবাদিক সম্মেলনে শেখ মুজিবুর রহমান বলেন , ‘ছয় দফা কোন রাজনৈতিক দর কষাকষি নয় । রাজনৈতিক চালাবাজিও নয় । ছয় দফার সঙ্গে পাাকস্তানের ৫৬ ভাগ মানুষের জীবন মরণের প্রশ্ন জড়িত।’
১৯৭১ : আগের দিন পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টো ঢাকায় জাতীয় পরিষদের বৈঠক বয়কটের ঘোষণা দিয়ে দুই প্রদেশের সংখ্যাগরিষ্ঠ দুই দলের প্রতি ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান । এ পরি প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে জনাব ভুট্টোর দাবির তীব্র সমালোচনা করে বলেন , ‘ভুট্টো সাহেবের দাবি সম্পূর্ণ অযৌক্তিক । ক্ষমতা একমাত্র সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের কাছে হস্তান্তর করতে হবে । ’

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]