Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7074
১. বাংলাদেশের জেলা ও উপজেলার সংখ্যা কত?
উ: যথাক্রমে ৬৪ ও ৪৯২ টি।
২. দেশের প্রস্তাবিত ৬৫ তম জেলার নাম কি?
উ: ভৈরব।
৩. কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ?
উ: ঢাকা।
৪. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
উ: ১৩ টি।
৫. রাজশাহী বিভাগে জেলা রয়েছে?
উ:৮ টি।
৬. নবগঠিত ময়মনসিং বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত?
উ: ৪টি।
৭. ময়মনসিং বিভাগ হওয়ার পূর্বে ঢাকা বিভাগে জেলা ছিল?
উ: ১৭ টি।
৮. রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা?
উ: জয়পুরহাট।
৯. তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?
উ: কুমিল্লা।
১০. ময়মনসিংহ জেলার পূর্ব নাম?
উ: নাসিরাবাদ।
১১. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম?
উ: বরিশাল।
১২. কোন জেলার প্রাচীন নাম পালংকী?
উ: কক্সবাজার।
১৩. শ্রী হট্ট কোন জেলার প্রাচীন নাম?
উ: সিলেট।
১৪. সুলতানি আমলের সিলেটের নাম কি ছিল?
উ: জালালাবাদ।
১৫. রাজশাহীর আদি নাম কি?
উ: রামপুরা বোয়ালিয়া।
১৬. গন্ডোয়ানাল্যান্ড' কোন স্থানের পূর্ব নাম?
উ: দিনাজপুর।
১৭. কুষ্টিয়ার পূর্ব নাম কোনটি ?
উ: নদীয়া।
১৮. বাগেরহাটের প্রাচীন নাম কি?
উ: খলিফাতাবাদ।
১৯. কুমিল্লার পূর্ব নাম কি ছিল?
উ: ত্রিপুরা।
২০. বর্তমান কুমিল্লা একসময় ভারতের কোন জেলার অংশ ছিল?
উ: ত্রিপুরা।
২১. নোয়াখালীর পূর্ব নাম কি?
উ: সুধারাম।
২২. কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?
উ: পঞ্চগড়।
২৩. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়?
উ: চট্টগ্রাম।
২৪. বাংলাদেশের কোন শহরটি কে প্রথম সাইবার সিটি বলা হয়?
উ: সিলেট।
২৫. বাংলার ভেনিস বলা হয় যে শহরকে?
উ: বরিশাল।
২৬. বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়?
উ: ১৪ ই মার্চ ২০১২ সালে।
২৭. বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
উ: International tribunal for the law of the sea (ITLOS)
২৮. সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত?
উ: হামবুর্গ ,জার্মানি।
২৯. সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি?
উ: ১ লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা।
৩০. বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা মীমাংসা হয়েছে কোন আদালতে?
উ: স্থায়ী সালিশি আদালত।
৩১. চায়ের দেশ বলা হয়?
উ: মৌলভীবাজার (চায়ের রাজধানী শ্রীমঙ্গল)
৩২. উত্তরবঙ্গের প্রবেশদ্বার?
উ: বগুড়া।
৩৩. ৩৬০ আউলিয়ার দেশ?
উ: সিলেট্।
৩৪. পর্যটন রাজধানী?
উ: কক্সবাজার।
৩৫. প্রকৃতির বা রুপের রানী?
উ: খাগড়াছড়ি।
৩৬. পাহাড়ি কন্যা?
উ: বান্দরবান।
৩৭. হিমালয়ের কন্যা ?
উ: পঞ্চগড়।
৩৮. প্রকৃতির কন্যা?
উ: জাফলং ,সিলেট।
৩৯. সাগরকন্যা?
উ: কুয়াকাটা, পটুয়াখালী।
৪০. চট্টগ্রামের দুঃখ?
উ: চাক্তাই খাল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    94 Views
    by bdchakriDesk
    1 Replies 
    153 Views
    by bdchakriDesk
    0 Replies 
    96 Views
    by bdchakriDesk
    0 Replies 
    634 Views
    by bdchakriDesk
    0 Replies 
    894 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]