Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6453
সিটি সেন্টার
নাম: সিটি সেন্টার
অবস্থান: মতিঝিল, ঢাকা
বৈশিষ্ট্য: দেশের সর্বোচ্চ কার পার্কিং কাম বাণিজ্যিক ভবন
নির্মাণ কাজ উদ্বোধন: ১৯ জানুয়ারি ২০০৪
উদ্বোধক: তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
নির্মাতা প্রতিষ্ঠান: দুবাইভিত্তিক কোম্পানি বেলহাসা-একম জেভি
মালিকানা: ঢাকা সিটি কর্পোরেশন ও বেলহাসা একম জেভি যৌথভাবে
নির্মাণ ব্যয়: ৭০ কোটি টাকা
তলা: ৩৭ তলা
তথ্য: একই সময়ে ৪৫০ থেকে ৫০০ টি গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে এ সিটি সেন্টারে।
কার পার্কিয়ের জন্য নির্ধারিত রয়েছে মাটির নিচের তিনটি এবং মাটির ওপরের ছয়টি তলা। মোট ৩৭ তলার মধ্যে অফিস লবির জন্য ব্যবহৃত হয় ২৫টি তলা, তিনটি হসপিটালিটি ফ্লোর। রয়েছে দুটি প্যানোরমিক লিফটসহ আরো চারটি দ্রুতগতির লিফট। একটি হেলিপ্যাডসহ সিটি সেন্টারের ব্যবহার করার মতো জায়গার পরিমাণ ৪৭ লাখ ৯ হাজার ৫০০ স্কয়ার ফুট।

জাতীয় নাট্যশালা
অবস্থান: শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ
ভিত্তিপ্রস্তর স্থাপন: ১৯৯৭ সালে
আসন সংখ্যা: ৩০০ টি
উদ্বোধন: ১৪ জুন, ২০০১
উদ্বোধক: তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মাশরুম ফোয়ারা
নাম: মাশরুশ ফোয়ারা
অবস্থান: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রবেশমুখে
উচ্চতা: ৩৪ ফুট
নির্মাণ ব্যয়: ২ কোটি ৫০ লাখ টাকা
নির্মাতা প্রতিষ্ঠান: সিঙ্গাপুরের ইপকো হোল্ডিংস লিমিটেড
নির্মাণ শুরু: জানুয়ারি ২০০৩
নির্মাণ কাজ শেষ হয়: ডিসেম্বর ২০০৩
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]