Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5571
১.খেলাপী কর দাতা কাকে বলে?
-আয়কর প্রদান করতে ব্যর্থ কর দাতাকে খেলাপী করদাতা বলা হয়।
২.সর্বোচ্চ আয়কর কর্তৃপক্ষ কোনটি?
-জাতীয় রাজস্ব বোর্ড।
৩.বাংলাদেশের কর প্রশাসনের কয়েকটি দূর্বলতা কী কী?
-বাংলাদেশের কর প্রশাসনের কয়েকটি দূর্বলতা হলো:
-প্রচলিত আইন কর ফাঁকি রোধের জন্য যথেষ্ট কঠোর নয়। কর কর্মকর্তাগণকে কর ফাঁকি দানকারীকে শাস্তি প্রদানের যথেষ্ট ক্ষমতা দেয়া হয়নি।
-অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাব এবং নিম্নপদস্থ কর্মচারীদের অতিরিক্ত লোকবল।
-কর্মচারী ও কর্মকর্তাদের অপর্যাপ্ত বেতন।
-দেশের সামগ্রিক আর্থ-সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ।
৪.জাতীয় রাজস্ব বোর্ড কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত?
-অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাভূক্ত।
৫.জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কর্মকর্তার পদবি কী?
-চেয়ারম্যান।
৬.কখন জাতীয় রাজস্ব বোর্ড গঠিত হয়?
-১৯৭২ সালে।
৭.ইনকাম চ্যাক্স কী?
-কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর ধার্যকৃত করকে ইনকাম ট্যাক্স বলে।
৮.কর তাতা কাকে বলে?
-যিনি কর প্রদান করেন তাকে করদাতা বলা হয়।
৯.কর নির্ধারণী বর্ষ কাকে বলে?
-করদাতার আয় বর্ষের পরের বছরকে কর নির্ধারণী বছর বলা হয়।
১০.বাংলাদেশে বর্তমানে কতটি করনীতি অনুসরণ করা হচ্ছে?
-তিনটি। যথা:
১.সামর্থ্য নীতি
২.সুবিধানীতি
৩.স্থিতিস্থাপকতা নীতি
১১.উপমহাদেশে সর্বপ্রথম কবে আয়কর প্রথা চালু হয়?
-ব্রিটিশ আমলে ১৮৬০ সালে।
১২.কর নির্ধারণ করেন কে?
-উপ কর কমিশনার করদাতার কর নির্ধারণ করেন।
১৩.স্বয়ং কর নির্ধারণ কী?
-যেসব ব্যক্তির শুধু বেতন খাত ব্যতীত অন্যান্য কোনো খাতে আয় নেই তারা স্বয়ং নির্ধারণ পদ্ধতিতে কর নির্ধারণ করে থাকেন।
১৪.বাংলাদেশে প্রচলিত আয়কর আইনের নাম কী?
-আয়কর অধ্যাদেশ, ১৯৮৪।
১৫.কোম্পানির সর্বনিম্ন ও সর্বোচ্চ প্রদেয় করের হার কত?
-২৫% ও ৪৫%।
১৬.জিএসপি কী?
-উন্নত বিশ্বে উন্নয়নশীল দেশের শুল্কমুক্ত বাজার সুবিধাই হরো জিএসপি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]