Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5220
১.যেসব এনজিও পরিবার পরিকল্পনা কাজ করে থাকে তাদের কয়েকটির নাম কী?
-যেসব এনজিও পরিবার পরিকল্পনা কাজ করে সেগুলোর মধ্যে –
-পরিবার পরিকল্পনা সমিতি
-ওভাপা
-পাথ-ফাইন্ডার ইন্টারন্যাশনাল
-আশা
-প্রশিকা
-জেএসআই ইত্যাদি উল্লেখযোগ্য
২.পরিবার পরিকল্পনা সেবা কোথায় এবং কার কাছে পাওয়া যায়?
-সংশ্লিষ্ট এলাকার –
-পরিবার পরিকল্পনা সহকারী
-পরিবার পরিকল্পনা পরিদর্শক
-স্যাটেলাইট ক্লিনিক
-ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং থানা স্বাস্থ্য কমপ্লেক্স ।
৩.পুরুষ ও মহিলাদের মধ্যে দুটি অস্থায়ী পদ্ধতির নাম কী?
-পুরুষদের জন্য অস্থায়ী পদ্ধতি – কনডম।
মহিলাদের জন্য অস্থায়ী পদ্ধতি – খাবার বড়ি।
৪.যোগাযোগের মাধ্যমে কি কি সুবিধা হয়?
-১. জনসংখ্যা সমস্যা সম্পর্কে জনগনের সচেতন করা।
২.পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন করা।
৩.ছোট পরিবার গঠনে সক্ষম দম্পতিদের আগ্রহ সৃষ্টি করা।
৪.ছোট পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য পরিচর্যা সেবা জোরদার করা।
৫.জনগণকে পরিবার পরিকল্পনা কার্যক্রমে সম্পৃক্ত করা।
৫.একজন পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার কাছে দায়বদ্ধ ও নিয়ন্ত্রণাধীন থাকেন?
-উপ-পরিচালক।
৬.উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরাসরি কাদেরকে নিয়ন্ত্রণ করেন?
-উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা –
-সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা
-পরিবার পরিকল্পনা সহকারী
-পরিবার পরিকল্পনা পরিদর্শক
-পরিবারকল্যাণ সহকারী নিয়ন্ত্রণ করেন।
৭.পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার জন্য সবচেয়ে উপযোগী মাধ্যম কোনটি?
-ব্যাপক প্রচার ও যোগাযোগ।
৮.WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-জেনেভা, সুইজারল্যান্ড।
৯. WHO এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৪।
১০. WHO এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
-দক্ষিণ সুদান।
১১.ধূমপানজনিত রোগে প্রতিবছর কি পরিমাণ মানুষ মারা যায়?
-প্রায় ৫০ লাখ।
১২.বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালকের নাম কী?
-টেডরস আধানম গেব্রিয়াসেস।
১৩.তিনি কোন দেশের নাগরিক?
-ইথিওপিয়া।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    38 Views
    by bdchakriDesk
    0 Replies 
    31 Views
    by bdchakriDesk
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]