Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5162
১.বাংলাদেশের প্রধান সমস্যা কী?
-বাংলাদেশের প্রধান সমস্যা হলো জনসংখ্যা।
২.বাংলাদেশে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত?
-১.৩৭%। (অর্থনৈতিক সমীক্ষা ২০১৯)
৩.বর্তমানে স্থুল জন্মহার ও স্থুল মৃত্যুহার কত?
-স্থুল জন্মহার ১৮.৫, স্থুল মৃত্যুহার ৫.১। [অর্থনৈতিক সমীক্ষা ২০১৯]
৪.বর্তমানে বাংলাদেশে মহিলা প্রতি প্রজনন হার কত?
-মহিলা প্রতি মোট প্রজনন হার ২.০৫ জন।
৫.বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
-প্রতি বর্গকিলোমিটারে ১,১০৩ জন।
৬.জনসংখ্যার ঘনত্ব কোন জেলায় সবচেয়ে বেশি?
-ঢাকা জেলায়।
৭.জনসংখ্যার ঘনত্ব কোন জেলায় সবচেয়ে কম?
-বান্দরবান জেলায়।
৮.ইউনিসেফ কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৪৬ সালের ১১ ডিসেম্বর।
৯.ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়?
-নিউইয়র্ক।
১০.ইউনিসেফ কোন কোন খাতে সহযোগিতা দেয়?
-নারী শিক্ষা, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন সেবা প্রভৃতি খাত।
১১.বাংলাদেশে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কয়ভাগে কত ভাগে বিভক্ত?
-বাংলাদেশে তিনটি পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ক্রিয়াধীন।
১২.কোন দেশ মা ও শিশু স্বাস্থ্যের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ?
-মালি।
১৩.বাংলাদেশে মা ও শিশু স্বাস্থ্য পক্ষ পালন শুরু হয় কবে?
-১৯৯৪ সাল থেকে।
১৪.সকল গর্ভবতী মা এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী সকল মহিলাকে টিকা নিতে হয়?
-ধনুষ্টঙ্কার টিকা (টিটি টিকা)।
১৫.২০ বছরের আগে এবং ৩৫ বছরের পরে গর্ভধারণে অসুবিধা কী?
-মা ও শিশু উভয়ের স্বাস্থ্য বিপন্ন হতে পারে।
১৬.২টি সন্তান ধারণের মধ্যে সময়ের ব্যবধান ২ বছরের কম হলে শিশুর মৃত্যুঝুকি শতকরা কতভাগ বেড়ে যায়?
-৫০ ভাগ।
১৭.MFSTC এর অবস্থান কোথায়?
-মোহাম্মদপুর, ঢাকা।
১৮. MFSTC কোন ধরনের কেন্দ্র?
-মা ও শিশু স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা।
১৯.বাংলাদেশে কবে পরিবার পরিকল্পনা বিভাগে পূর্ণকালীন মাঠকর্মী নিয়োগ করা হয়?
-১৯৭৬ সালে ।
২০.সরকারের পৃষ্ঠপোষকতার ক্লিনিক ভিত্তিক পরিবার-পরিকল্পনা কর্মসূচি চালু হয় কবে?
-১৯৬০ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    38 Views
    by bdchakriDesk
    0 Replies 
    31 Views
    by bdchakriDesk
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]