Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4946
১.আমার দেখা নয়াচিন বঙ্গবন্ধুর লেখা কততম গ্রন্থ?
-তৃতীয়
২.বঙ্গবন্ধুর লেখা তৃতীয় গ্রন্থটি প্রকাশিত হয় কবে?
-১ ফেব্রুয়ারি ২০২০ সালে।
৩.আমার দেখা নয়াচীন গ্রন্থটি কোন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়?
-বাংলা একাডেমি।
৪.বঙ্গবন্ধুর এ গ্রন্থটির প্রচ্ছদ ও গ্রন্থ-নকশা করেন কে?
-তারিক সুজাত।
৫.আমার দেখা নয়াচীন গ্রন্থের ভূমিকা লেখেন কে?
-শেখ হাসিনা
৬.আমার দেখা নয়াচীন গ্রন্থের প্রচ্ছেদে ব্যবহৃত সম্মেলনের লোগো শান্তির কপোত টি কোন বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা?
-পাবলো পিকাসো।
৭.আমার দেখা নয়াচীন গ্রন্থের সম্পাদনা করেন কে?
-শামসুজ্জামান খান।
৮.আমার দেখা নয়াচীন স্মৃতিনির্ভর কোন সালে কারাবন্দি থাকা অবস্থায় বঙ্গবন্ধু রচনা করেন?
-১৯৫৪ সালে।
৯.এ গ্রন্থের ইংরেজি অনুবাদক করেন কে?
-ফকরুল আলম
১০.যদি সুযোগ পাও একবার চীন দেশে যাও বঙ্গবন্ধুকে এ কথাটি কে বলেছিলেন?
-মাওলানা ভাসানী।
১১.শান্তি সম্মেলনে পূর্ব বাংলা থেকে বঙ্গবন্ধুসহ কতজন গিয়েছিলেন?
-৫ জন
১২.পিকিংয়ে যাওয়ার পথে হংকংয়ে যাত্রাবিরতির সময় বঙ্গবন্ধু কোন হোটেলে গিয়েছিলেন?
-কোলন হোটেল।
১৩.বঙ্গবন্ধু ওদের দেশে যে চা খেয়েছিলেন তার নাম কী?
-চিং চা
১৪.শান্তি সম্মেলনে তুরস্কের কোন বিখ্যাত কবি উপস্থিত ছিলেন?
-নাজিম হিকমত
১৫.শান্তি সম্মেলনে কতটি দেশ অংশ নিয়েছিল?
-৩৭টি
১৬.পিকিংয়ে বঙ্গবন্ধুর সাথে তার কোন বন্ধুর দেখা হয়?
-মাহবুব
১৭.চীনে প্রিভিলেজড ক্লাস কারা?
-শিশুরা
১৮.ভিক্ষবৃত্তি বন্ধ করার জন্য নয়াচীন সরকার ভিক্ষুকদের ধরে নিয়ে কোন ক্যাম্পে রাখত?
-ওয়ার্ক হাউস
১৯.মাও সে তুং কত টাকা বেতন নিতেন?
-৫০০ টাকা
২০.চিয়াং কাইশেক কার ভায়রা ভাই?
-সান ইয়াৎ সেন
২১.পিকিং শহরের ভিতর আলাদা একটি শহর কী?
-ফরবিডেন সিটি।
২২.বঙ্গবন্ধুর নয়াচীন সফর কতদিন ছিল?
-২৫ দিন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    737 Views
    by bdchakriDesk
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]