Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4768
১.বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতির একটি –
-সমাজতন্ত্র
২.বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়?
-অষ্টম
৩. বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার ওপর কি লেখা আছে?
-বিসমিল্লাহর রহমানির রহিম
৪.বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার দেয়া আছে?
-তৃতীয় ভাগে
৫.বাংলাদেশের শাসন ব্যবস্থার ধরন –
-পার্লামেন্টারি
৬.বাংলাদেশের সংবিধানের আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?
-১৫২ অনুচ্ছেদে
৭.ফ্লোর ক্রসিং সংক্রান্ত বিধান কত নং ধারায় রয়েছে?
-৭০ নং
৮.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকৃত নির্বাহী ক্ষমতা কাদের হাতে ন্যাস্ত?
-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের
৯.সংবিধানের পঞ্চদশ সংশোধনী গৃহীত হয় –
-২০১১ সালে
১০.সংবিধান অনুসারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স –
-২৫ বছর
১১.বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীটি কোন বিষয় সম্পির্কিত?
-সংসদীয় সরকার ব্যবস্থা
১২.বাংলাদেশের সংবিধানের অষ্টম সংশোধনীর উদ্দেশ্য ছিল –
-ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া
১৩.বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত হতে হবে?
-২৫ বছর
১৪.সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন?
-৫১ (৩) অনুচ্ছেদ
১৫.তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?
-পঞ্চদশ
১৬.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রনয়ন করে কে?
-গণপরিষদ
১৭.কত সালে বাংলাদেশের সংবিধানের মূলনীতি পরিবর্তন করা হয়?
-১৯৭৯ সালে।
১৮.বাংলাদেশ সংবিধান প্রনয়ন কমিটির প্রধান কে?
-ড. কামাল হোসেন
১৯.সংবিধানের কোন অনুচ্ছেদে বলে রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব?
-৫২ নং অনুচ্ছেদ
২০.মন্ত্রিপরিষদ অবর্তিত হয় –
-প্রধানমন্ত্রীকে কেন্ত্র করে
২১.সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগের সকল ক্ষমতার ন্যস্ত থাকে –
-প্রধানমন্ত্রীর উপর
২২.বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ –
-৫ বছর

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]