Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4690
অ্যাটর্নি জেনারেল
১.বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে কতজন অ্যাটর্নি জেনারেল রয়েছে?
-১ জন অ্যাটর্নি জেনারেল, ২ জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ৩৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ৭৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।
২.রাষ্ট্রের প্রধান আইনজীবীকে কী বলে?
-অ্যাটর্নি জেনারেল।
৩.সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়?
-৬৪ (১)।
৪.অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন কে?
-রাষ্ট্রপতি।
৫.অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয় কিসের ভিত্তিতে?
-এড-হক ভিত্তিতে।
৬.বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেলের নাম কী?
-এম এইচ খন্দকার।
৭.বাংলাদেশের বর্তমানে অ্যাটর্নি জেনারেলের নাম কী?
-মাহবুবে আলম।

আইন কমিশন
১.আইন কমিশন কবে গঠিত হয়?
-১৯৯৬ সালে।
২.আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেন কে?
-রাষ্ট্রপতি।
৩.আইন কমিশনের চেয়ারম্যানের মেয়াদকাল কত বছর?
-৩ বছর।
৪.আইন কমিশনের মর্যাদা কার সমান?
-আপিল বিভাগের বিচারপতির।
৫.আইন কমিশনের সদস্য কত?
-একজন চেয়ারম্যান ও দজন সদস্য সহ মোট ৩ জন।

আইন কমিশনের চেয়ারম্যান
নাম – সময়কাল
বিচারপতি এফ কে এম এ মুনিম – ৮/৮/১৯৯৬ – ৩১/১২/১৯৯৭
বিচারপতি কামাল উদ্দিন হোসাইন – ০২/০৩/১৯৯৮ -০১/০৩/২০০১
বিচারপতি এটিএম আফজাল – ০১/০৮/২০০১ – ৩১/০৭/২০০৪
বিচারপতি মোস্তফা কামাল – ০৬/১২/২০০৪- ০৫/১২/২০০৭
বিচারপতি মো: আবদুর রশীদ – ২১/০৪/২০০৯ – ১৯/১০/২০১০
অধ্যাপক শাহ আলম – ২৪/১০/২০১০- ২২/০৭/২০১৩
বিচারপতি এবিএম খায়রুল হক – ২৩/০৭/২০১৩ – বর্তমান

বাংলাদেশ বার কাউন্সিল
১.কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের আইনজীবীদের তালিকাভুক্তকরণের সাথে সম্পর্কিত?
-বাংলাদেশ বার কাউন্সিল।
২.বাংলাদেশের আইনজীবীদের কেন্দ্রীয় সংগঠনের নাম কী?
-বাংলাদেশ বার কাউন্সিল।
৩.বাংলাদেশ বার কাউন্সিল কবে গঠিত হয়?
-১৯৭২ সালে।
৪.বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা কত?
-১৫ জন।
৫.বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি কে?
-পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেল।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]