Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4635
১.রেলগাড়ি কবে আবিষ্কৃত হয়?
-১৭০০ সালে।
২.প্রথম রেলগাড়িটি কি দিয়ে নির্মিত?
-কাঠ দিয়ে।
৩.প্রথম লোহার তৈরি রেলগাড়ি আবিষ্কৃত হয় কত সালে?
-১৮০১ সালে।
৪.রেল ইঞ্জিন আবিষ্কৃত হয় কবে?
-১৮০৪ সালে।
৫.প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
-ট্রেভিথিক।
৬.কত সালে ইঞ্জিনের সাহায্যে রেলগাড়ি চালানো শুরু হয়?
-১৮২৫ সালে।
৭.ব্রডগেজ রেলপথ কতটুকু প্রশস্ত?
-১.৭৭ মিটার।
৮.স্ট্যান্ডার্ড গেজ রেলপথের প্রশস্ততা কত?
-১.৪২ মিটার।
৯.এককভাবে বৃহত্তম রেলপথ কোনটি?
-ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
১০.ট্রান্স সাইবেরিয়ান রেলপথের দৈর্ঘ্য কত?
-৯,৬৫৬ কিমি।
১১.রাশিয়া ও মধ্য এশিয়াকে কোন রেলপথ সংযুক্ত করেছে?
-ট্রান্স কাস্পিয়ান রেলপথ।
১২.কানাডিয়ান প্যাসিফিক রেলপথের দৈর্ঘ্য কত?
-৫,৬০০ কিমি।
১৩.যুক্তরাষ্ট্রের প্রধান রেলকেন্দ্র শহর কোনটি?
-শিকাগো।
১৪.চিলি-আর্জেন্টিনা রেলপথের দৈর্ঘ্য কত?
-১,৪৩২ কিমি।
১৫.১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় উপমহাদেশের কয়টি প্রধান রেলপথ ছিল?
-৯টি।
১৬.১৯৪৭ সালে বাংলাদেশ কয়টি রেলপথ উত্তরাধিকার সূত্রে লাভ করে?
-৯টি।
১৭.১৯৪৭ সালে বাংলাদেশের মোট কত কিমি রেলপথ ছিল?
-২,৭০৬ কিমি।
১৮.১৯৪৭ সালে বাংলাদেশ কি পরিমাণ ব্রডগেজ রেলপথ ছিল?
-৮৭৫ কিমি।
১৯.ভারত বিভক্তির সময় বাংলাদেশ কত কিমি ন্যারোগেজ রেলপথ ছিল?
-৩১ কিমি।
২০.মিটার গেজ রেলপথ কোন অঞ্চলে অবস্থিত?
-পূর্বাঞ্চলে।
২১.রেল পরিবহন সংস্থার নাম বাংলাদেশ রেরওয়ে করা হয় কবে?
-৭ জুলাই ১৯৯৭ সালে।
২২.বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তর কোথায়?
-চট্টগ্রাম।
২৩.বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সদর দপ্তর কোথায়?
-রাজশাহী।
২৪.বাংলাদেশের প্রথম রেলগাড়ি চালু হয় কবে?
-১৮৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি।
২৫.বাংলাদেশের রেলসংস্থার নাম কী?
-বাংলাদেশ রেলওয়ে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]