Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4573
১.স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর ইংরেজি নাম কী?
-Ministry of Local Government, Rural Development and Cooperatives.
২.বাংলাদেশের প্রথম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর নাম কী?
-শ্রী ফনী মজুমদার।
৩.স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভাগ কতটি?
-২টি।
৪.National institute of local Government-এর পূর্ব নাম কী?
-লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট।
৫.ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয় কবে?
-১ জুলাই ১৯৬৯ সালে।
৬.LGED এর পূর্ণরূপ কী?
-Local Government Engineering Department.
৭.LGEB এর পূর্ব নাম কী?
- Local Government Engineering Bureau.
৮. LGEB কে LGED করা হয় কখন?
-১৯৮২ সালে।
৯.স্থানীয় সরকার বিভাগ এর আওতাধীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ কী কী?
-সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।
১০.বাংলাদেশ পল্লি উন্নয়ন ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-খাদিমনগর, সিলেট।
১১.বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ট্রেনিং কমপ্লেক্স কোথায় অবস্থিত?
-কুমিল্লা।
১২.উপমহাদেশের প্রথম সমবায় সমিতি বিষয়ক আইন কবে জারি করেন?
-১৯০৪ সালে, লর্ড কার্জন।
১৩.পূর্ব পাকিস্তান প্রাদেশিক সমবায় ব্যাংক কবে গঠন করা হয়?
-১৯৪৮ সালে।
১৪.গ্রামভিত্তিক সমবায় সমিতি চালু হয় কবে?
-১৯৮০ সালে।
১৫.সমবায় অধ্যাদেশ আইন জারি হয় কবে?
-১৯৮৪ সালে।
১৬.বার্ড এর প্রতিষ্ঠাতা কে?
-অধ্যক্ষ আখতার হামিদ খান।
১৭.বার্ড কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
-২৭ মে ১৯৫৯ সালে।
১৮.বার্ড কোথায় অবস্থিত?
-কোটবাড়ি, কুমিল্লা।
১৯.বার্ড এর প্রধান উদ্দেশ্য কী?
-পল্লী তথা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন।
২০.পল্লি উন্নয়ন একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯ জুন ১৯৭৪ সালে, বগুড়া।
২১.বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় কবে?
-১৩ জানুয়ারি ১৯৮২ সালে।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]