Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4468
১.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
-১৩৬ তম।
২.বাংলাদেশের সাথে কোন দুটি দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
-গ্রানাডা ও গিনি বিসাউ।
৩.বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ লাভের বিরূদ্ধে কোন দেশ ভেটো দেয়?
-চীন।
৪.চীন কত সালে বাংলাদেশের জাতিসংঘের সদস্যভুক্তির ব্যাপারে আপত্তি তোলেনি?
-২৮ এপ্রিল ১৯৭৪।
৫.বাংলাদেশ কবে জাতিসংঘের পর্যবেক্ষক মর্যাদা লাভ করেছিল?
-১৭ অক্টোবর ১৯৭২।
৬.জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কবে সর্বস্মতিক্রমে বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ দেওয়ার সুপারিশ করে?
-১০ জুন ১৯৭৪।
৭.বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
-১৭ সেপ্টেম্বর ১৯৭৪।
৮.বাংলাদেশ জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে সদস্যপদ লাভ করে?
-২৯ তম।
৯.জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথম বাংলায় ভাষণ দেন কে?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১০.জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন শুরু হয় কবে?
-১৯৭২ সালে।
১১.শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম কবে ভাষণ দেন?
-২৫ সেপ্টেম্বর ১৯৭৪।
১২.জাতিসংঘ রেডিও বাংলা ওয়েবসাইট উদ্বোধন করা হয় কবে?
-২১ ফেব্রুয়ারি ২০১২।
১৩.জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র বাংলাদেশী কে?
-হুমায়ুন রশিদ চৌধুরী।
১৪.জাতিসংঘে বাংলাদেশের বার্ষিক চাঁদার পরিমাণ কত?
-০.০১%।
১৫.নিরাপত্তা পরিষদের সভাপতি হয়েছিলেন কোন বাংলাদেশী?
-আনোয়ারুল করিম চৌধূরী।
১৬.বাংলাদেশ কতবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে?
-২ বার।
১৭.বাংলাদেশ প্রথমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সদস্য নির্বাচিত হয় কবে?
-১০ নভেম্বর ১৯৭৮ সালে।
১৮.বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়?
-৫৯ তম এবং ৬৭ তম।
১৯.বাংলাদেশ কতবার অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়?
-৯ বার।
২০.জাতিসংঘে নিযুক্ত প্রথম স্থায়ী নারী প্রতিনিধি কে?
-ইসমাত জাহান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    142 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]