Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4443
ওষুধ শিল্প
১.দেশে ওষুধের আমদনি, রপ্তানি, তৈরি, পরিবেশন ও বিক্রয় নিয়ন্ত্রক সরকারি আইন কবে প্রণয়ন করা হয়?
-১৯৪০ সালে।
২.ঢাকায় ড্রাগ আদালত কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৯২ সালে।
৩.দেশে ওষুধ তৈরি, আমদানি এবং মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কী?
-ওষুধ প্রশাসন অধিদপ্তর।
৪.দেশে সরকারি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির সংখ্যা কত?
-দুটি।
৫.বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে কোন দেশে?
-মিয়ানমার।
৬.প্যারাসিটামল সিরাপ তৈরির প্রধান উপাদান কী?
-প্রোপাইলিন গ্লাইকল।
৭.প্যারাসিটামল সিরাপ তৈরিতে প্রোপাইলিন গ্লাইকলের পরিবর্তে কোন ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয়?
-ডাই ইথালিন গ্লাইকল।
৮.বাংলাদেশের কোন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার পেয়েছে?
-বেক্সিমকো।
৯.দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
-গজারিয়া।

সিমেন্ট শিল্প
১.বিসিআইসি এর অধীনে পরিচালিত একমাত্র সিমেন্ট কারখানার নাম কী?
-ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড, ছাতক, সুনামগঞ্জ।
২.ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠিত হয়?
-১৯৩৮ সালে।
৩.মোংলা সিমেন্ট কার খানা কোথায় অবস্থিত?
-বাগেরহাট।
৪.দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিমেন্ট কারখানা কোনটি এবং কোথায় অবস্থিত?
-লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, ছাতক, সুনামগঞ্জ।

দিয়াশলাই শিল্প
১.পাকিস্তান আমলে এ দেশে কতটি ম্যাচ ফ্যাক্টরি ছিল?
-১৮টি।
২.ব্রিটিশ আমলে চট্টগ্রামে কোন ম্যাচ ফ্যাক্টরি গড়ে উঠেছিল?
-চট্টল ম্যাচ ফ্যাক্টরি।
৩.ম্যাচ ফ্যাক্টরিগুলোর সংস্থার নাম কী?
-বাংলাদেশের ম্যাচ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
৪.ম্যাচের কাঠি তৈরি হয় কি দিয়ে?
-কদম ও গেওয়া কাঠ দিয়ে।
৫.ম্যাচের বারুদ তৈরি হয় কি দিয়ে?
-পটাশিয়াম ক্লোরেট, রেড ফসফরাস এবং সালফার দিয়ে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]