Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4403
১.জলপ্রপাত কি?
-সাধারণত প্রাকৃতিকভাবে খাড়া বা লম্বাভাবে নিপতিত জলরাশিকে জলপ্রপাত বলা হয়।
২.বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত কোনটি?
-মাধবকুন্ড জলপ্রপাত।
৩.বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝরণা মানবকুন্ড জলপ্রপাতে কত ফুট ওপর থেকে পানি নিচে পতিত হয়?
-২৫০ ফুট।
৪.চট্টগ্রামের সীতাকুন্ড পর্বতমালায় অবস্থিত উঁচু দুটি জলপ্রপাতের নাম কী?
-সহস্রধারা।
৫.পার্বত্য চট্টগ্রামের লুলাইং শৃঙ্গের জলপ্রপাতটির উচ্চতা কত?
-১০৭ মিটার।
৬.বাংলাদেশের কোথায় শীতল পানির ঝরণা অবস্থিত?
-কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে।
৭.বাংলাদেশের একমাত্র গরম পানির ঝরণা কোথায় অবস্থিত?
-চট্টগ্রামের সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে।

বাংলাদেশের উল্লেখযোগ্য জলপ্রপাত
জলপ্রপাতের নাম – অবস্থান
সুভ লং – রাঙামাটি
হামহাম – কমলগঞ্জ, মৌলভিবাজার
পরীকুন্ডু – বড়লেখা
নাফাখুম – থানচি, বান্দরবান
বাকলাই – থানচি, বান্দরবান
ফাইপি – থাইকং, বান্দরবান
ঋজুক – রুমা, বান্দরবান
রিছাং – খাগড়াছড়ি

বাংলাদেশের পাহাড়-পর্বত
১.বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয় কোন যুগে?
-টারশিয়ারি যুগে।
২.বাংলাদেশের পাহাড় সৃষ্টি হয়েছে কোন প্রক্রিয়ায়?
-প্লেট টেকটোনিক থিওরি।
৩.বাংলাদেশের পাহাড়সমূহের কোন শ্রেনীর?
-ভাঁজ পর্বত শ্রেনী।
৪.বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড়ের নাম কী?
-গারো পাহাড়।
৫.গারো পাহাড়ের দীর্ঘতম নদীর নাম কী?
-সিসমাং।
৬.লালমাই পাহাড়ের আয়তন কত?
-৩৩.৬৫ বর্গ কিলোমিটার।
৭.চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে?
-মারমা।
৮.বাংলাদেশের দার্জিলিং নামে খ্যাত কোন পাহাড়?
-চিম্বুক পাহাড়

বাংলাদেশের কতিপয় পাহাড়
পাহাড়ের নাম – অবস্থান
দুমলোং – বিছাইছড়ি, রাঙামাটি
শিল্পি – বোয়াংছড়ি, বান্দরবান
চিম্বুক – বান্দরবান
চন্দ্রনাথ – সীতাকুন্ড, চট্টগ্রাম
বাটালি – চট্টগ্রাম
কুলাউড়া- মৌলভিবাজার
আলুটিলা – খাগড়াছড়ি
লালমাই – কুমিল্লা

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]