Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4189
১.আবহাওয়া বলতে কি বোঝায়?
=ভূপৃষ্ঠের কোনো স্থানের কয়েকদিনের বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত প্রর্তির গড় অবস্থাকে উক্ত স্থানের আবহাওয়া বলে।
২.জলবায়ু কী?
=কোনো নির্দিষ্ট অঞ্চলের অন্তত ৩০-৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে।
৩.বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয় এর অধীন?
=প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৪.বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?
=আগারগাঁও, ঢাকা।
৫.বাংলাদেশের প্রথম ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
=চট্টগ্রামে।
৬.বর্তমানে বাংলাদেশে কতটি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে?
=৪টি।
৭.বাংলাদেশের কৃষি আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র কয়টি?
=১২টি।
৮.বাংলাদেশে বর্তমানে কতটি রাডার স্টেশন রয়েছে?
=৫টি।
৯.বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কয়টি?
=২টি।
১০.বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্গত?
=ক্রান্তীয় অঞ্চলের।
১১.বাংলাদেশের জলবায়ু সাধারণত কি নামে পরিচিত?
=ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
১২.মৌসুমী বায়ুর প্রভাবে এদেশে কখন বৃষ্টিপাত হয়?
=জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত।
১৩.বাংলাদেশ কোন ঋতুর দেশ হিসেবে পরিচিত?
=ষড়ঋতু।
১৪.বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
=২৬.০১ ডিগ্রী সেলসিয়াস।
১৫.শীতকালে বায়ুপ্রবাহের দিক কি?
=উত্তর-পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়।
১৬.জানুয়ারি মাসে বাংলাদেশের গড় তাপমাত্রা কত?
=১৮ ডিগ্রী সেলসিয়াস
১৭.কোন সময়ে বাংলাদেশের বায়ুর আর্দ্রতা কম থাকে?
=শীতকালে।
১৮.বাংলাদেশের জলবায়ু মোটমোটি কিরূপ?
=সমভাবাপন্ন।
১৯.বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত?
=২০৩ সেন্টিমিটার।
২০.বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরাপ্রবণ?
=উত্তর-পশ্চিম অঞ্চল।

শীতলতম মাস – জানুয়ারি
উষ্ণতম মাস – এপ্রিল
শীতলতম জেলা – সিলেট
উষ্ণতম জেলা – রাজশাহী
সর্বনিম্ন বৃষ্টিপাতের স্থান – লালপুর
সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান – লালাখাল
শীতলতম স্থান – শ্রীমঙ্গল
উষ্ণতম স্থান – লালপুর (নাটোর)

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]