Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4086
১.বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে?
=৯ নভেম্বর ১৯৭১ সালে।
২.বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি?
=কাছিবেষ্টিত নোঙর ও এর ওপর শাপলা।
৩.বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কি?
=শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়।
৪.বাংলাদেশ নৌবাহিনীর সদরদপ্তর কোথায় অবস্থিত?
=বনানী, ঢাকা।
৫.বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের পদবি কি?
=চিফ অব নেভি স্টাফ।
৬.বাংলাদেশের প্রথম নৌবাহিনীর প্রধান কে?
=ক্যাপ্টেন নুরুল হক।
৭.বাংলাদেশের নৌবাহিনীর প্রথম এডমিরাল কে?
=মুহম্মদ ফরিদ হাবিব।
৮.বাংলাদেশের নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট নিয়োগ দেয়া হয় কবে?
=১২ জানুয়ারি ২০০০।
৯.অপারেশন চ্যানেল রেইডার্স এবং অপারেশন বে-স্ট্রিপ’ কি?
=নৌবাহিনীর চোরাচালান বিরোধী অভিযান।
১০.বাংলাদেশের নৌ-স্কাউটস কবে গঠিত হয়?
=২১ এপ্রিল ১৯৭৬।
১১.নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ কে?
=মোহাম্মদ রুহুল আমিন।
১২.খুলনা শিপইয়ার্ড নির্মাণ কাজ শুরু হয় কবে?
=১৯৫৪ সালে।
১৩.খুলনা শিপইয়ার্ড কবে শিল্প মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন করা হয়?
=১৯৯৯ সালে।
১৪.খুলনা শিপইয়ার্ড বর্তমানে পরিচালনা করে কোন সংস্থা?
=বাংলাদেশ নৌবাহিনী।
১৫.নৌ পরিক্রমা কি?
=বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পত্রিকা।
১৬.বাংলাদেশ নৌবাহিনীর শাখা কয়টি?
=৬টি।
১৭.বানৌজা শের-ই-বাংলা নৌ-ঘাঁটি কোথায়?
=টিয়াখালী বারনাবদ চ্যানেল সংলগ্ন।
১৮.নৌবাহিনীর একমাত্র মিসাইল ফ্রিগেট কোনটি?
=বিএনএস ওসমান।
১৯.বাংলাদেশ নৌবাহিনী কবে সি-৮০২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়?
=১২ মে ২০০৮।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    357 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]