Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1977
প্রশ্নঃ দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
উত্তরঃ কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সোলার পিডি গ্রিড কানেকটেড বিদ্যুৎকেন্দ্র।

প্রশ্নঃ নব গঠিত জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ (NCWCD)- এর সভাপতি কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী ।

প্রশ্নঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের বর্তমান পদবী কী ?
উত্তরঃ পরিচালক; পূর্বে ছিল মহাপরিচালক ।

প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশের স্বাক্ষরতার হার কত ?
উত্তরঃ ৭৩.৯% । [সূত্র প্রধানমন্ত্রী, ৮ সেপ্টেম্বর ২০১৯]

প্রশ্নঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ কোন সময়কাল ?
উত্তরঃ ১৭ মার্চ ২০২০-১৭মার্চ ২০২১ ।

প্রশ্নঃ বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের ’কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’- এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে ?
উত্তরঃ ১১ সেপ্টেম্বর ২০১৯ ।

প্রশ্নঃ ডাকবাক্সের আদলে বাংলাদেশ ডাক বিভাগের নবনির্মিত ‘ডাক ভবন’ কোথায় অবস্থিত ?
উত্তরঃ আগারগাঁও, ঢাকা ।

প্রশ্নঃ নবনির্মিত ডাক ভবনের স্থপতি কে ?
উত্তরঃ কৌশিক বিশ্বাস ।

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প কোনটি ?
উত্তরঃ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ।

প্রশ্নঃ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১৯.৭৩ কিলোমিটার [ Rampসহ মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার ]

প্রশ্নঃ দেশে প্রথম ডিজিটাল পদ্ধতিতে মামলার সাক্ষ্য উপস্থাপন করা হয় কোন মামলার ?
উত্তরঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলার; ২৭ আগস্ট ২০১৯ ।

প্রশ্নঃ রাজধানীতে অ্যাপত্তিক পরিবহন সেবার অনুমোদন দেয় কোন প্রতিষ্ঠান ?
উত্তরঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTC) ।

প্রশ্নঃ বাংলাদেশ কাস্টমসের প্রথম নারী কমিশনার কে ছিলেন ?
উত্তরঃ হাসিনা খাতুন; ১৯৭৯ সালে বিসিএসের মাধ্যমে তিনি এ পদে যোগ দেন ।

প্রশ্নঃ ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ কোন নদীর ওপর কোথায় নির্মিত হচ্ছে?
উত্তরঃ ফেনী নদীর ওপর; অবস্থান- রামগড়, খাগড়াছড়ি ও সাব্রুম, ভারত ।

প্রশ্নঃ আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল কোনটি?
উত্তরঃ সোনার চর বনাঞ্চল; রাঙ্গাবালী, পটুয়াখালী। [সূত্রঃ বনবিভাগ]

প্রশ্নঃ ৫ সেপ্টেম্বর ২০১৯ World Crafts Council (WCC) বাংলাদেশের কোন শহরকে World Craft City for Jamdani হিসেবে স্বীকৃতি প্রদান করে ?
উত্তরঃ সোনারগাঁও (নারায়নগঞ্জ) ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4424 Views
    by bdchakriDesk
    0 Replies 
    276 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]