Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6660
১.বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের ইংরেজি ভাষার অনুবাদক কে?
-অধ্যাপক ড. ফকরুল আলম
২.বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী মুসলিম দেশ কোনটি?
-সেনেগাল
৩.বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে দুর্বল খাত কোনটি?
-ব্যাংক
৪.আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায়?
-হেগ, নেদারল্যান্ডস
৫.১৪ সেপ্টেম্বর ২০১৯ রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া চতুর্থ বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজের নাম কী?
-রাজহংস
৬.সার্চ ইঞ্জিন ‘গুগল’ এর যাত্রা কোন বিশ্ববিদ্যালয় থেকে?
-স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
৭.বাংলাদেশের প্রথম সরকারী সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় কোথায়?
-কাপ্তাই, রাঙামাটি
৮.পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর নিচের কোথায় একত্রে মিলিত হয়?
-চাঁদপুর।
৯.বাংলাদেশের কোন জেলায় তিনটি স্থলবন্দর রয়েছে?
-সিলেট
১০.বাংলাদেশের কোন সাহিত্যিক ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেন?
-অধ্যাপক আনিসুজ্জামান
১১.প্রাচীনকালে সমতট বলতে বুঝানো হতো কোন অঞ্চলকে?
-নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলকে
১২.মুক্তিযুদ্ধ যাদুঘর ‘বিজয় কেতন’ কোথায় অবস্থিত?
-ঢাকা সেনানিবাস
১৩.বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে এর নাম কী?
-অস্তিত্বে আমার দেশ
১৪.সম্প্রতি বাংলাদেশের অর্থনীতি কোন শ্রেণির মর্যাদায় উন্নীত হয়েছে?
-নিম্ন-মধ্যম আয়ের দেশ।
১৫.জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোন দেশের নাগরিক?
-পর্তুগাল
১৬.বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?
-১৯৭৪ সালে
১৭.বাংলাদেশে ২ টাকা ও ৫ টাকার নোট কে ইস্যু করেন?
-অর্থ সচিব
১৮.বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?
-সুপ্রিমকোর্ট
১৯.বিশ্বের বৃহত্তম আন্ডারওয়াটার থিম পার্ক নিচের কোন দেশে নির্মাণ করা হয়?
-বাহরাইন
২০.সম্প্রতি কোন দেশে ডেগুকে জাতীয় মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে?
-ফিলিপাইন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]