Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6408
১.ময়মনসিংহ বিভাগ গঠিত হয় কবে?
-১৪ সেপ্টেম্বর ২০১৫
২.পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে –
-৬.১৫ কিমি ও ১৮.১০ মি
৩.গুলশানে অপারেশন থান্ডার বোল্ট পরিচালনা করা হয় কবে?
-২ জুলাই
৪.বাংলাদেশের প্রথম নদী অলিম্পিয়াড কোথায় হয়?
-শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৫.সুন্দরবনের সুন্দরী গাছের নামানুসারে বনের নাম হয়েছে সুন্দরবন। এ বনের অন্য নাম কী?
-বাদাবন
৬.ওয়ানডে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী কে?
-তামিম ইকবাল
৭.বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
-নিষাদ
৮.বাংলায় কৃষি কাজের প্রথম প্রচলন করে কারা?
-আর্যরা
৯.বাংলায় প্রথম সফল বিদ্রোহ হয় কার নেতৃত্বে?
-দিব
১০.পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় –
-১৯৫৬ সালে
১১.খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
-পুঞ্জি
১২.বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় কোনটি?
-জামদানি
১৩.মুক্তি ও গণতন্ত্র তোরণ --- অবস্থিত।
-নীলক্ষেত।
১৪.---- রাস মেলার জন্য বিখ্যাত।
-দুবলার চর।
১৫.সুন্দরবনে বাঘ গণনায় ---- পদ্ধতি ব্যবহৃত হয়।
-পাগমার্ক
১৬.বর্ণালী ও শুভ্রা কী?
-উন্নতজাতের ভূট্টা
১৭.বব ডিলার একজন –
-সংগীত শিল্পী
১৮.২০১৬ সালে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি?
-সিরিয়া
১৯.বাম কোথায় অবস্থিত?
-ইরান
২০.গ্রীস ও এশিয়া মাইনর কে পৃথক করেছে –
-কৃষ্ণ সাগর
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]