Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6306
১.দি রিপাবলিক গ্রন্থের লেখক কে?
-প্লেটো
২.রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?
-রাশিয়া
৩.অপারেশন সার্চ-লাইট কত সালে সংগঠিত হয়?
-১৯৭১ সালে।
৪.বর্তমানে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কী?
-মূল্য সংযোজন কর।
৫.কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা?
-সিয়েরা লিওন।
৬.জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন কে?
-সৈয়দ মাইনুল হোসেন
৭.আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে?
-আবুল আব্বাস আস-সাফফাহ
৮.ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় কত সালে?
-১ জুলাই ১৯২১
৯.বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?
-৩৫০
১০.রিখটার স্কেল যা পরিমাপে ব্যবহার করা হয় –
-ভূমিকম্প
১১.নিঝুম দ্বীপ কোন জেলার অংশ?
-নোয়াখালী ।
১২.বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের সর্বোচ্চ খেতাব কী?
-বীরশ্রেষ্ঠ।
১৩.ফিফা বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে কোথায়?
-কাতারে।
১৪.বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কী?
-বঙ্গবন্ধু-১
১৫.জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
-অ্যান্তোনিও গুতেরেস।
১৬.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
-১০:৬
১৭.লালন শাহ ছিলেন কে?
-মরমি কবি
১৮.বৌদ্ধ সভ্যতার নিদর্শন বিদ্যমান রয়েছে কোথায়?
-পাহাড়পুর।
১৯.কম্পিউটারের স্থায়ী মেমোরি কী?
-রম
২০.এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশের অন্তর্ভুক্ত দেশ কোনটি?
-তুরস্ক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    437 Views
    by sajib
    0 Replies 
    271 Views
    by kajol
    0 Replies 
    217 Views
    by tamim
    0 Replies 
    191 Views
    by raja
    0 Replies 
    866 Views
    by rajib

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]