Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6139
১.ফুটবল খেলায় দলপতি কতজন খেলোয়াড় পরিবর্তন সম্ভব?
-৩
২.সংবিধানের কততম সংশোধনীতে যুদ্ধপরাধীসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা হয়?
-প্রথম
৩.কঙ্গোর রাজধানী কোনটি?
-কিনসাসা
৪.দূরপ্রাচ্যের দেশ কোনটি?
-উত্তর কোরিয়া
৫.বাঙালি নদীটি কোন জেলায় অবস্থিত?
-বগুড়া
৬.বাংলাদেশর জাতীয় বৃক্ষ কোনটি?
-আমগাছ।
৭.রংপুর জেলা সর্বপ্রথম কত সালে সৃষ্টি হয়?
-১৭৭২ সালে
৮.রবার্ট রজার্স কর্তৃক বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র কোনটি?
-দ্যা কান্ট্রি মেড ফর বাংলাদেশ
৯.বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন?
-৮
১০.১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কী বার ছিল?
-বৃহস্পতিবার
১১.কোথায় সাতার কাটা সহজ?
-সাগরে।
১২.সূর্যের হাসি কীসের প্রতীক?
-মা ও শিশু স্বাস্থ্য
১৩.ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে?
-১৯৪৮
১৪.সমাজ সেবক হলেও সমাজ সংস্কারক নয় কে?
-হাজী মোহাম্মদ মোহসিন
১৫.কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়?
-শিকাগো
১৬.ইউরোপীয় বনিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল?
-পর্তুগিজ।
১৭.হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারন?
-পোলান্ড
১৮.পাবলো পিকাসোর জন্মস্থান কোনটি?
-মালাগাত
১৯.বেনিটো মুসোলিন কোন দেশের নেতা ছিলেন?
-ইতালি
২০.ভলভো কোন দেশের তৈরিকৃত গাড়ি?
-সুইডেন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    200 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]