Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5791
১.মূলধন বাজেটিং এর বাট্টাবিহীন নগদ প্রবাহ কী?
-Pay Back Period.
২.ভবিষ্যৎ প্রয়োজনে অবণ্টিত মুনাফা যে তহবিলে ভিন্ন করে রাখা হয় তাকে কী বলে?
-সঞ্চিত তহবিল।
৩.ব্যবসায় প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী অর্থ সংস্থাপনের উৎস নয় কোনটি?
-ট্রেড ক্রেডিট।
৪.মূলধন বাজেটিং এর নিট বর্তমান মূল্য পদ্ধতি ও আন্তঃআয়-হার পদ্ধতির মধ্যে পার্থক্য মূলত কী?
-উভয় ক্ষেত্রে পুনঃবিনিয়োগ হার ভিন্ন ধরা হয় ।
৫.মূলধন বাজেটিংয়ের প্রবীণ পদ্ধতি কী?
-পরিশোধকাল পদ্ধতি।
৬.মুদ্রা বাজার থেকে মূলধন সংগ্রহ করতে হলে অনুমতি নিতে হয় –
-সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের।
৭.বাংলাদেশের বিমা কোম্পানিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
-অর্থ মন্ত্রণালয়।
৮.ব্যাংক চাওয়ামাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করা হলে তাকে কী বলে?
-চাহিবামাত্র প্রদেয় ঋণ।
৯.মেয়াদ পূর্তির পূর্বে প্রাপ্য বিল বা বিনিময় বিলের টাকা সংগ্রহ করা যায় কী করে?
-ব্যাংকে বাট্টা করে।
১০.আধুনিক অগ্নি-বীমার জনক কে?
-নিকোলাস বারবন।
১১.কোন প্রতিষ্ঠান বাজারে ট্রেজারি বিল ছাড়ে?
-সেন্ট্রাল ব্যাংক।
১২.বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে কীসের মাধ্যমে?
-বিল বাট্টাকরণের মাধ্যমে।
১৩.ঋণদাতা কর্তৃক ধার্যকৃত সুদের হারকে কী বলা হয়?
-নামিক সুদের হার।
১৪.কোন গ্রিক শব্দ থেকে আধুনিক ব্যাংক শব্দটির উৎপত্তি?
-ব্যাংকো।
১৫.অর্থনীতির কর্মকান্ডের উৎপত্তি কী?
-মানুষের অভাববোধ ও তা পূরণের প্রচেষ্টা করা ।
১৬.লিলিয়ান মোলার গিলব্রেথ ছিলেন কে?
-শিল্প মনোবিজ্ঞানী।
১৭.একই তথ্য বিশাল জনগোষ্ঠীর নিকট পৌছানোর জন্য ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থাকে কী বলে?
-গণযোগাযোগ।
১৮.কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে?
-এফ.ডব্লিউ টেইলর।
১৯.দু’তরফা দাখিলা পদ্ধতি কী?
-একটি বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি।
২০.যৌথমূলধনী কোম্পানি গঠনের জন্য যে বা যারা পরিকল্পনা এবং উদ্যোগ গঠন করে তাকে কী বলে?
-প্রবর্তক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]