Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5701
১.নাগরিক জীবনের সকল পর্যায়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে কোনটি?
-গণতান্ত্রিক মূল্যবোধ।
২.ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তাই মূল্যবোধ উক্তিটি কার?
-ডেভিড পপেনোর।
৩.সমাজ, জাতি, দেশ, ধর্ম ইত্যাদি কারণে মূল্যবোধ কয় ধরনের হয়?
-বিভিন্ন ধরনের হয়।
৪.ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় ঐতিহ্য ও ধর্মীয় দর্শন থেকে কোন মূল্যবোধ সৃষ্টি হয়?
-ধর্মীয় মূল্যবোধ।
৫.সুশাসন প্রতিষ্ঠার জন্য কোন ধরনের মূল্যবোধ অপরিহার্য?
-গণতান্ত্রিক মূল্যবোধ।
৬.সুশাসনের জন্য সর্বাগ্রে প্রয়োজন কোনটি?
-মূল্যবোধ শিক্ষা।
৭.সুস্থ সামাজিক জীবনের জন্য প্রয়োজন কোনটি?
-সামাজিক মূল্যবোধ।
৮.যে গুণ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এবং ন্যায় কাজে নিয়োজিত করে তাকে কী বলে?
-নৈতিকতা ।
৯.নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি?
-মানুষ ও সমাজ।
১০.কৌটিল্য মতে, সুশাসনের উপাদান কতটি?
-চারটি।
১১.মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের প্রভাবে ত্বরান্বিত হয় কোনটি?
-জাতীয় উদ্যান।
১২.ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে যতটি উপাদানের কথা বলেছে –
-৯টি।
১৩.প্রশাসন যন্ত্রের ধারক ও বাহক কে?
-সরকার
১৪.মূল্যবোধ হচ্ছে সম্ভাব্য বিভিন্ন লক্ষ থেকে পছন্দ করার এবং আচরণ মূল্যায়নের মানদন্ড’ – সঙ্গাটি কে দিয়েছেন?
-এম স্পেন্সার।
১৫.মূখ্য মূল্যবোধ কোন পর্যায়ের মূল্যবোধের মধ্যে পড়ে?
-সাধারণ
১৬.সামজিক মূল্যবোধ সমাজকর্মে অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?
-পরিকল্পিত ও পরিবর্তন আনয়নের জন্য
১৭.পরানীতি বিদ্যার সূচনাকারী কে?
-জি ই মুর।
১৮.সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?
-আইনের শাসন, সাম্য ও নৈতিকতা।
১৯.নৈতিক শক্তির প্রধান উপাদান কী?
-সততা ও নিষ্ঠা
২০.সমাজ ও রাষ্ট্রের আদর্শিত ভিত্তি কী?
-মূল্যবোধ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    529 Views
    by rafique
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]